জয়ের পর সাজঘরে তামিম, চাপে বাংলাদেশ
প্রকাশিত: ২৫ জুন ২০২২ ০৮:৩১

নট আউট ডেস্কঃ সেন্ট লুসিয়ায় দুর্দান্ত শুরুর পরও মধ্যাহ্ন ভোজের আগেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশ তুলেছে ৭৭ রান, হারিয়েছে জয় ও তামিমের উইকেট। শুরুর চাপ সামাল দিতে ৮ বছর পর দলে ফেরা এনামুলকে নিয়ে লড়ছেন নাজমুল শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট করা তামিম ফিরেছেন ৪৬ রান করে।
সেন্ট লুসিয়ায় এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই পরিবর্তনের ম্যাচে ব্যাট করতে নেমে, দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল জয়ের ব্যাটে শুরুটা সাবধানী করেন। এই দু'জনের দৃঢ়তায় দিনের প্রথম ঘণ্টায় কোন উইকেট হারায়নি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪১ রান জড়ো করেন দু'জনে।
এরপরেই টাইগার শিবিরে প্রথম আঘাতটা হানেন অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপ। নিজের অভিষেক টেস্টের মাত্র দ্বিতীয় বলেই মাহমুদুল জয়কে ক্লিন বোল্ড করেন এই পেসার। তাতেই দিনের প্রথম সাফল্য পায় ক্যারিবীয়রা। এরপর দলের হাল ধরেন তামিম ইকবাল ও নাজমুল শান্ত। এই দুজনের ব্যাটে দলীয় পঞ্চাশ পার করে বাংলাদেশ। দিনের শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করা তামিম এদিন ব্যাট করেন বেশ সাবলীল। তাতেই ওভার প্রতি তিনের আশেপাশে রান তুলতে থাকে বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে হঠাৎই খেই হারিয়ে বসেন তামিম। তাতেই হাফ সেঞ্চুরির দোরগোড়ায় থেকে সাজঘরে ফিরেন এই ড্যাশিং ওপেনার। ৯ চারে ৬৭ বলে তামিমের ব্যাট থেকে আসে ৪৬ রান। এরপর এনামুলকে নিয়ে প্রথম সেশনে দলকে আর চাপে পড়তে দেয়নি শান্ত। দুজনের ব্যাটে চড়েই ৭৭ রান তুলে লাঞ্চে যায় বাংলাদেশ। ৩ চারে ৪৫ বলে ১৬ রানে অপরাজিত আছেন শান্ত। ১৩ বলে ৫ রানে ব্যাট করছেন এনামুল।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: