সেন্ট লুসিয়ায় টাইগারদের হতাশায় শেষ প্ৰথম দিন

প্রকাশিত: ২৫ জুন ২০২২ ১৮:৫৪

নট আউট ডেস্ক: উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল৷ দিনের শুরুতে প্রতিরোধের দেয়াল তৈরী করলেও তা শেষ পর্যন্ত স্থায়ী করতে পারেননি ব্যাটাররা৷ পড়ন্ত বিকেলে বোলাররাও নিতে পারেনি কোন উইকেট৷ ২৩৪ রানে বাংলাদেশ অলআউট হওয়ার পর বিনা উইকেটে ৬৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা৷
বাংলাদেশের ব্যাটাররা যেই পিচে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ সেখানেই ক্যারিবিয়ান দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেগ ব্র্যাথওয়েট ব্যাট চালিয়েছেন অকপটে৷ বাংলাদেশের চেয়ে ১৬৭ রানে পিছিয়ে থেকে তারা শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।
ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ দলপতি৷ প্রথম টেস্টের স্মৃতি তখন মনে পড়েছিল নিশ্চয়ই অনেকের৷ তবে শুরুতে হয়নি তেমন কিছু৷ তামিম-জয় ভালো শুরু করলেও পূর্ণতা পায়নি তামিমের ইনিংস৷ ৪৬ রানে আউট হয় এই বামহাতি ওপেনার৷ ব্যক্তিগত দশ রানে আউট হয়েছিলেন মাহমুদুল হাসান জয়৷
মুমিনুল হকের পরিবর্তে দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় শুরুটা মোটেও মন্দ করেনি৷ তবে আউট হয়েছেন ২৩ রানে৷ নাজমুল হাসান শান্ত করেন ২৬ রান৷
ব্যাট হাতে প্রথম ম্যাচের সম্মান উদ্ধারের ত্রাণকর্তা সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান এদিন করতে পারেনি ভালো কিছু৷ অবশ্য সাকিবের ডেপুটি লিটন দাস করেছেন অর্ধশতক৷
ধুকতে থাকা দলটিকে শেষ দিকে রক্ষা করেছে শরিফুল-এবাদত জুটি৷ দুজনে মিলে করেছে ৪৭ রান৷ যেখানে শরিফুলের সংগ্রহ ২৬ এবং এবাদতের ২১৷
শেষ বিকেলে ব্যাট হাতে শরিফুল-এবাদত সকলকে মুগ্ধ করলেও বল হাতে উইকেট না পাওয়ায় বেড়েছে হতাশা৷ দ্বিতীয় দিনের শুরুতে দূর্দান্ত কিছু করতে না পারলে শঙ্কা বাড়বে সিরিজ বাঁচানো নিয়ে৷
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার আলজারি জোসেফ। এই পেসার ১৫ ওভারে ৫০ রান দিয়ে নেন ৩ উইকেট। জেডেন সেলসও পেয়েছেন ৩ উইকেট, ১৪.২ ওভারে তার খরচ ৫৩। আর ২টি করে উইকেট পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ ও কাইল মায়ার্স।
সংক্ষিপ্ত স্কোর:
(প্রথম দিন শেষে)
বাংলাদেশ: প্রথম ইনিংসে ৬৪.২ ওভারে ২৩৪ (লিটন ৫৩, তামিম ৪৬, শান্ত ২৬, শরিফুল ২৬, এনামুল ২৩, এবাদত ২১*, জয় ১০, মিরাজ ৯, সাকিব ৮; জোসেফ ১৫-১-৫০-৩, সেলস ১৪.২-৪-৫৩-৩, ফিলিপ ৯-১-৩০-২)।
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংসে ১৬ ওভারে ৬৭/০ (ক্যাম্পবেল ৩২*, ব্র্যাথওয়েট ৩০*; এবাদত ৪-১-৮-০, শরিফুল ৬-৩-১৯-০)।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: