ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ তামিমের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২২ ২২:৫২

সেন্ট লুসিয়ায় ৪৬ রান করেন তামিম। ফাইল ছবি সেন্ট লুসিয়ায় ৪৬ রান করেন তামিম। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সেন্ট লুসিয়ায় আরও একবার ভরাডুবি হয়েছে টাইগার ব্যাটারদের। তামিমের ব্যাটে দুর্দান্ত শুরুর পরও, হতাশায় দিন পার করতে হয়েছে বাংলাদেশকে। দুর্যোগে হাল ধরা লিটন পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা, এছাড়া শেষ দিকে এবাদত-শরিফুলের ৩৬ রানের জুটিতে দলীয় দুইশো পার করে প্রথম ইনিংসে থেমেছে বাংলাদেশ। 

এদিন (২৪ জুন) টস হেরে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ছিল তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে। শুরু থেকেই ক্যারিবীয় পেসারদের কোন সুযোগ দেয়নি এই ড্যাশিং ওপেনার। ওয়ানডে মেজাজে খেলে তুলেছে রান। তবে ব্যাক্তিগত ৪৬ রানে আলজেরি জোসেফের লাফিয়ে উঠা বল, আউটসাইড অফে উড়িয়ে মারতে গিয়ে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। দিনশেষে তাই ইনিংস লম্বা করতে না পারার আক্ষেপেই পুড়ছেন তামিম।

সেন্ট লুসিয়ায় প্রথম দিনের খেলা শেষে তামিম বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন শুরুর পর ইনিংসগুলো সাধারণত বড় হয়। দুঃখজনক এই ইনিংসটাকে বড় করতে পারিনি। দলের অভিজ্ঞ সদস্য হিসেবে এমন শুরুর পর আমার উচিত ছিল সেটাকে বড় করা।’

বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম। বলটি হুট করে উঠে আমার ব্যাটের স্টিকারে লাগে। আসলে এর জন্য অজুহাত দেওয়া ঠিক হবে না।’ যোগ করে বলেন তামিম।

সেন্ট লুসিয়ায় ভালো শুরু করেও, মিডল অর্ডার ধসের পর! টেল-এন্ডারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৩৪ রান। তাই বড় সংগ্রহের সুযোগ কাজে লাগেনি পারেনি বাংলাদেশ, মনে করেন তামিম। তিনি বলেন, ‘যদি জুটি বড় হয়, ইনিংসটাও বড় হয়। আমরা ভালো শুরু করেছি। কিন্তু বড় সংগ্রহ হয়নি। ১০৫ রানে দুই উইকেট ছিল, সেখান থেকে মিডল অর্ডারে ধস নামে। সুযোগ কাজে লাগাতে পারিনি আমরা।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।