করা যেত ৪০০, থেমে গেছি ২৩৪ রানে

প্রকাশিত: ২৬ জুন ২০২২ ০৪:৫১

স্পেশাল করেসপন্ডেন্ট: সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে টাইগাররা। পরে বিকেলে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৬৭ রান তুলেছে। উইকেট পাননি বোলাররা।
তবে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে সন্তুষ্ট হতে পারেননি জেমি সিডন্স। ব্যাটিং কোচ বলেছেন, ২৩৪ রান যথেষ্ট নয়। ৪০০ রানের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ থেমে গেছে ২৩৪ রানে।
অ্যান্টিগার চেয়ে ব্যাটিং ভালো হলেও তা ম্যাচের প্রেক্ষাপটে যথেষ্ট ছিল না। প্রথম দিন শেষে সিডন্স বলেছেন, ‘আমার মনে হয়, আজ আমরা কিছুটা ধৈর্যের পরিচয় দিয়েছি। এক সপ্তাহ ধরে বল ছেড়ে খেলা নিয়ে কাজ করছি, সেটাতে কিছুটা সফল হয়েছি। তারা (ক্যারিবীয়রা) সত্যিই দারুণ বোলিং করেছে। আমরা যতক্ষণ ব্যাট করতে চেয়েছিলাম, ততক্ষণ ব্যাট করতে পারিনি। এই উইকেটে ২৩০ রান যথেষ্ট নয়।’
লম্বা সময় ধরে ব্যাটিংয়ের কাজটাই করতে পারছে না বাংলাদেশের ব্যাটসম্যানরা। এই অস্ট্রেলিয়া কোচ বলেন, ‘লম্বা সময় ধরে ব্যাট করতে হবে আমাদের। টেস্ট ক্রিকেটে আপনাকে লম্বা সময় ধরে ব্যাট করতে হবে। দিনের শেষ পর্যন্ত উইকেটে থাকতে হবে, এরপর পরের দিনও ব্যাট করতে হবে। এই মুহূর্ত আমরা এই কাজটাই করতে পারছি না। ’
তামিম, লিটন, বিজয়, শান্তরা ভালো শুরু পেয়েছেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। সেটি তুলে ধরে সিডন্স বলেন, ‘তামিম-লিটন ভালো খেলছিল। তবে ৫০-৪০ রানের ইনিংস দলকে পর্যাপ্ত স্কোর এনে দেবে না। তাই শুরুটা পেয়ে গেলে এমন মানের খেলোয়াড়দের আরো বড় ইনিংস খেলা দরকার।’
ইনিংসের শুরুটা অবশ্য খারাপ ছিল না। লাঞ্চের পর ৩৩ রানে ৪ উইকেট হারিয়েই সব সম্ভাবনার অপমৃত্যু হয়। সিডন্স বলেছেন, ‘আমাদের উদ্বোধনী জুটিটা ভালো ছিল। ২ উইকেটে ১০০ রান ছিল, সেখান থেকে ৪০০ রান করা যেত। কিন্তু যা অর্জন করার দরকার ছিল, তা করতে পারিনি, থেমে গেছি ২৩৪ রানে। ব্যাট হাতে তারা (ওয়েস্ট ইন্ডিজ) আক্রমণাত্বক ছিল। আমার মনে হয়, প্রথম ১০ ওভারে আমরা ভালো বোলিং করিনি। তারা তামিমের মতো আক্রমণাত্বক ছিল। এটা থেকেই পিচ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। প্রথম টেস্টে যে সুইং আমাদেরকে ভুগিয়েছিল, সেই সুইং এখানে নেই।’
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: