র্যাঙ্কিংয়ে পেছালেন সাকিব-তামিম, উন্নতি খালেদ-শান্ত-সোহানের
প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০১:৩৩

নট আউট ডেস্ক: তৃতীয় বারের টেস্ট দলের নেতৃত্বে সাকিব আল হাসান৷ উইন্ডিজে বাংলাদেশের হোয়াইট ওয়াশের পর ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়েছেন তিনি৷
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিনে নেমে এসেছেন টাইগার দলপতি। তবে উন্নতি হয়েছে খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের৷ আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে মিলেছে এমন তথ্য৷
টেস্ট র্যাঙ্কিংয়ে খালেদের উন্নতি হওয়া ছিল সময়ের ব্যাপার৷ উইন্ডিজ সফরে ক্যারিয়ারে প্রথমবারের মত পেয়েছেন ৫ উইকেট৷ ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে ডানহাতি এই পেসার রয়েছেন ৮৮তম অবস্থানে৷
সেন্ট লুসিযায় বাংলাদেশ ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা পায় নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে৷ যদিও হার ছিল ১০ উইকেটে৷ ১৪ ধাপ এগিয়ে বর্তমানে সোহানের অবস্থান ৮৪ তম৷
ব্যাট হাতে খুব ভালো ছন্দে না থাকলেও উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর৷ ১১ ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ৮৮তম স্থানে৷
এছাড়াও এক ধাপ করে পিছিয়েন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল৷ ব্যাটিংয়ে সাকিব পিছিয়েছেন ৬ ধাপ৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: