ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

তাসকিনে গতি ও আগ্রাসন দেখতে চান ডোনাল্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০৪:০১

তাসকিন আহমেদ ও অ্যালেন ডোনাল্ড। ফাইল ছবি তাসকিন আহমেদ ও অ্যালেন ডোনাল্ড। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কাঁধের চোটে পড়ে পেসার তাসকিন আহমেদ, তিন মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে। পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সেরে উঠলেও, নতুন করে পিঠের ইনজুরিতে পড়েন এই পেসার। যার কারণে তাসকিনের উইন্ডিজ সফর নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে শঙ্কার কালো মেঘ উড়িয়ে, পুরো ফিট হয়েই নির্ধারিত দিনে ক্যারিবিয়ানে উড়াল দেন তিনি।

চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দর্শক হয়েই কাটিয়েছেন তাসকিন। তবে ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ ফিট তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ। এদিকে চার দিনেই শেষ হয়ে গেছে সেইন্ট লুসিয়া টেস্ট। আগেভাগেই টেস্ট শেষ হওয়ায় সেন্ট লুসিয়ায় একদিন বাড়তি অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। টেস্ট দলের সঙ্গে থাকায় সেই সুযোগটা লুফে নিয়েছেন তাসকিন আহমেদও।

গতকাল (মঙ্গলবার) দলের ৯ সদস্যকে নিয়ে ড্যারেন স্যামি স্টেডিয়ামে অনুশীলন করেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স এবং পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তবে এদিন আলাদাভাবে তাসকিনকে নিয়ে কাজ করতে দেখা যায় পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। চোট কাটিয়ে ফেরা এই পেসারকে আলাদা করে মিনিট দশেক সময় দেন তিনি।

অনুশীলন শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন খোলাসা করেছেন, কি কথা হয়েছিল ডোনাল্ডের সঙ্গে। গণমাধ্যমকে তাসকিন জানায়, মূলত উইন্ডিজের বিপক্ষে নিজের ভূমিকাটা কী হবে? এ নিয়ে জানতে চেয়েছিলেন ডোনাল্ডের কাছে।

এই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আসলে ওর (অ্যালান ডোনাল্ড) সঙ্গে আমার কথা হচ্ছিল যে, আমি ইনজুরি থেকে আসছি তো আমার রোলটা কি। সে বলতে চাচ্ছিল যে, তুমি যে ধরনের বোলার, তোমার ভূমিকা হবে সব সময় গতিময় বোলিং করা এবং আক্রমণাত্মক থাকা। এটা করতে গিয়ে কখনো তুমি অনেক রান দিয়ে দেবে। আবার কখনো একাই ম্যাচ জিতিয়ে দেবে। তবে তুমি তোমার এই ভূমিকা থেকে কখনো সরবে না।’

‘আস্তে আস্তে স্লোয়ার করানো বোলার তুমি না। তোমার পার্টিকুলার রোল যেটা সেটাতেই স্ট্রিক্ট থাকো এবং দিন যত যাবে রিদম আরও বেটার হবে। আর আমরা আরও কাজ করব সামনে।’ যোগ করে বলেন তাসকিন।

উইন্ডিজে গিয়ে গতকালই প্রথমবার অনুশীলনে নেমেছেন তাসকিন। চোট থেকে ফেরায় স্বাভাবিকভাবেই শুরুতে কিছুটা জড়তা কাজ করেছে এই পেসারের। তবে সময়ের সঙ্গে সবকিছু মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন তাসকিন।

তাসকিন আরও বলেন, ‘অনেক ভালো লাগল যে তিন মাস পরে দলের সঙ্গে প্রোপার প্র্যাক্টিস সেশন করলাম। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সবকিছুই। প্রথমে একটু জড়তা লাগতেছিল বাট যখন শুরু করলাম তখন সব স্মুথলি গিয়েছে এবং প্র্যাক্টিসটা শেষ করার পরে খুবই ভালো লাগতেছে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।