ঈদের দিন সন্ধ্যায় প্রথম ওয়ানডে টাইগারদের
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ০৬:২২

নট আউট ডেস্ক: উইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের এবারের ঈদ আনন্দ ভাগাভাগি করা হচ্ছে না পরিবারের সাথে৷ সফর চূড়ান্ত হওয়ার সময় অবশ্য এটি জানা হয়ে গেছে সকলের৷ তবে ঈদের দিনে মাঠে নামতে হবে এটি হয়তো অনেকেই ভাবেনি৷ বাংলাদেশ-উইন্ডিজ প্রথম ওয়ানডে ১০ জুলাই৷ সেদিন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আজহা ৷
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে৷ ফলে আগামী ১০ জুলাই আরবি ১০ জিলহজ্জ্ব পড়ছে। তাই সেদিনই পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে। তামিমদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১০ জুলাই প্রথম ওয়ানডে৷ যার কারনে ১০ জুলাই ঈদের দিন রাতে মাঠে নামতে হবে তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন, মোস্তাফিজদের। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
তার আগে আগামী পরশু (২ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই প্রথম ওয়ানডে, ১৩ জুলাই দ্বিতীয় আর ১৬ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডের পর দেশের পথ ধরবে বাংলাদেশ দল।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: