রাতে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত: ২ জুলাই ২০২২ ২০:০০

নট আউট ডেস্ক: উইন্ডিজ সফরে সাদা পোষাকে আরেকবার তিক্ত অভিজ্ঞতা নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ৷ ২ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি৷
টেস্টে ভরাডুবি হলেও এখন ফরম্যাট ভিন্ন হওয়ায় আশাবাদী টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘দেখুন এটা আলাদা বলের খেলা। সাদা ও লাল বল আলাদা। লাল বলের জিনিসগুলো এক পাশে সরিয়ে রেখে চেষ্টা করছি টি-টোয়েন্টিগুলোর দিকে নজর দিতে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবমিলিয়ে ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাঁচটি জিতেছে বাংলাদেশ। সবশেষ ক্যারিবীয় সফরের তিন ম্যাচের সিরিজ টাইগাররা জিতেছিল ২-১ ব্যবধানে। কিন্তু এই ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম মোটেও আশা জাগানিয়া নয়।
ম্যাচের আগে আত্মবিশ্বাস খুবই প্রয়োজন৷ সেই প্রয়োজনের কাজ টাইগাররা ভালো পারলেও ম্যাচে ঘটে ভিন্ন চিত্র৷ সর্বশেষ কুড়ি ওভারের বিশ্বকাপের সুপার লিগ থেকে এখন পর্যন্ত এই সংস্করণে দশ ম্যাচ খেলেছে রিয়াদের দল৷ যেখানে জয় মাত্র একটিতে৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: