সিরিজ জয়ের সুযোগেই চোখ মাহমুদউল্লাহর

প্রকাশিত: ২ জুলাই ২০২২ ২১:২৬

স্পেশাল করেসপন্ডেন্ট: অতীতের মতো এবারও ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২০১৮ সালেও দুই টেস্টে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ এ টি-২০ সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। চলমান সফরেও একই দৃশ্যের পুনরাবৃত্তি করতে চায় বাংলাদেশ।
টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ক্ষুদে সংস্করণের এই সিরিজটাকে বড় সুযোগ হিসেবেই দেখছেন। তার মতে, তিন ম্যাচের সিরিজটা জয়ের পূর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দল হিসেবে আমাদের জন্য সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’
অ্যান্টিগা, সেন্ট লুসিয়া টেস্টে বাজেভাবে হেরেছে সাকিব আল হাসানের দল। সঙ্গে যোগ হয়েছে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা সমুদ্র পথে ভ্রমণের ভয়াল অভিজ্ঞতা। ওই সব কাটিয়ে বাংলাদেশ দল এখন টি-২০ সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে।
গতকাল সংবাদ সম্মেলনে টেস্টে বাংলাদেশের বিবর্ণ পারফরম্যান্সের প্রসঙ্গ তুলেছিলেন ক্যারিবীয় এক সাংবাদিক। তার প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেছেন, সাদা পোশাকের ব্যর্থতা এখানে প্রভাব ফেলবে না।
তিনি বলেন, ‘সাদা বল আর লাল বল আলাদা। এখন ভিন্ন বলের খেলা। লাল বলের সিরিজকে এখন আমরা সামনে আনছি না, টি-২০ তেই মনোযোগ রাখার চেষ্টা করছি। একইসাথে আমরা বিশ্বকাপেরও প্রস্তুতি নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে মোকাবেলা করতে মুখিয়ে আছি।’
২০০৯ সালের সফরে ডমিনিকায় দুটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল। এবারও এখানে ২ টি-২০ রয়েছে। হোটেল থেকে মাঠে যাওয়ার সময় ১৩ বছর আগের স্মৃতি রোমন্থন করেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। কারণ বর্তমান দলের শুধু তারাই ছিলেন ওই সিরিজে।
মাহমুদউল্লাহ বলেন, ‘আজকে আমি আর সাকিব বাসে আসার সময় ওই সময়কার কথাগুলো বলছিলাম। আমি যখন ড্রেসিংরুমে ঢুকলাম তখন সাকিবকে বলছিলাম- এখানে এভাবে খেলে এভাবে জিতেছিলাম। এটা (অতীত রেকর্ড) সবসময়ই ভালো অনুভূতি দেয়। তবে একইসাথে এটা অনেক আগের কথা। এখন হয়ত এটা আমাদের জন্য নতুন একটা ভেন্যু।’
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: