তৈরি করেই মৃত্যুঞ্জয়কে আনা হবে
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ০৩:২৪

স্পেশাল করেসপন্ডেন্ট: যুব দল থেকেই নজর কেড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বাঁহাতি এ পেস বোলিং অলরাউন্ডার বিপিএলে, ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করেছেন। বর্তমানে এইচপির ক্যাম্পে আছেন। রাজশাহীতে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে চার দিনের ম্যাচে খেলেছেন।
বাংলাদেশ জাতীয় দলে এখন পেস বোলিং অলরাউন্ডার শুধু মোহাম্মদ সাইফউদ্দিন। গত বছর টি-২০ বিশ্বকাপের পর থেকে দলের বাইরে তিনি। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরেও যেতে পারেননি এ তরুণ।
সাইফউদ্দিনের পর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নির্বাচকদের রাডারে আছেন মৃত্যুঞ্জয়। তবে দ্রুত বাঁহাতি এই অলরাউন্ডারকে জাতীয় দলে আনার চিন্তা করছেন না নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আগে তাকে প্রস্তুত করতে চান তারা।
রাজশাহীতে মৃত্যুঞ্জয়কে নিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা কাউকে সুযোগ দিলে লম্বা সময় ধরে সুযোগ দিতে চাই। চাই কেউ আসলে পুরোপুরি প্রস্তুত হয়েই আসুক। (মৃত্যুঞ্জয়কে নিয়ে) চিন্তা ভাবনা করি বলেই তো ওরা এখানে আছে।’
মৃত্যুঞ্জয় দলকে ভালো সার্ভিস দিতে পারবে বলেই মনে করেন হাবিবুল বাশার। সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘সামনে ‘এ’ দলের খেলা আছে। অবশ্যই সে সম্ভাবনাময়। সে বোলিং অলরাউন্ডার, ব্যাটিং করতে পারে। সাইফউদ্দিন তো আছেই। আরেকজন দরকার ছিল। মনে হচ্ছে মৃত্যুঞ্জয় ভালো কিছু দিতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আনার আগে আমরা ওকে তৈরি করতে চাই।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: