দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ০৯:০৬

নট আউট ডেস্কঃ বেরসিক বৃষ্টিতে ডমিনিকায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি যায় ভেস্তে। একই মাঠে আজ (৩ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। আগেরদিন বৃষ্টি এসে ম্যাচে বারবার বাগড়া দিলেও, এদিন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে টস। তবে এদিনও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।
ডমিনিকায় এদিন টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। আর টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। এদিকে আগে ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে বাদ পড়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার। এছাড়া বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার স্পিনার নাসুম আহমেদও। এদিকে দলে ফিরেছেন মোসাদ্দেক সৈকত ও পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোসাদ্দেক সৈকত, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, কিমো পল, ওডেন স্মিথ, রোমারিও শেইফার্ড, আকিল হোসেইন, ওবেদ ম্যাককয় ও হেইডেন ওয়ালশ।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: