স্লো ওভার রেটে বাংলাদেশের জরিমানা
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৭:৫৯

নট আউট ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের৷ উইন্ডিজ সফরে টেস্টের পর হারের বৃত্তেই রয়েছে কুড়ি ওভারের ক্রিকেটে৷ দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনলো বাংলাদেশ ক্রিকেট দল।
ডোমিনিকায় নির্ধারিত সময়েরে চেয়ে এক ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাংলাদেশের দলের ওপর স্লো ওভার রেটের অভিযোগ এনে শাস্তি দিয়েছেন।
আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদের ধারা অনুযায়ী, বাংলাদেশ দলকে ন্যূনতম শাস্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হবে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: