জিম্বাবুয়ে সফরে নেই সাকিব
প্রকাশিত: ৮ জুলাই ২০২২ ০৩:০৫

স্পেশাল করেসপন্ডেন্ট: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আগামী ১৭ জুলাই দেশের উদ্দেশ্যে বিমানে চড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশে ফিরে মাত্র তিনদিনের বিশ্রাম পাবেন সবাই। তারপরই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল।
আগামী ২২ জুলাই ক্রিকেটারদের দেশ ছাড়ার কথা রয়েছে। তবে জিম্বাবুয়ে সফরে খেলবেন না সাকিব আল হাসান। ছুটি নিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। বৃহস্পতিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে টাইগাররা।
জিম্বাবুয়ে সফরে সাকিবের ছুটির বিষয়ে আজ মিরপুর স্টেডিয়ামে বিসিবি ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে।’
তবে জিম্বাবুয়ে সফরে পূর্ণশক্তির দল পাঠাতে চায় বিসিবি। তারুণ্যনির্ভর দল পাঠানোর গুঞ্জন উড়িয়ে দেন জালাল ইউনুস, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল।’
বিসিবির এই পরিচালক আরও যোগ করেন, ‘আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়ত পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ না। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: