ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

দেশের জন্য খেলাই প্রেরণার

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ০৪:৫৮

তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনও জয়শূন্য বাংলাদেশ দল। টেস্ট ও টি-২০ তে টানা চার ম্যাচ হেরেছে সফরকারীরা। এবার ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে তামিম ইকবালের দল।

আগামীকাল গায়ানায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাংলাদেশে ঈদুল আজহার দিনে মাঠেই সময় কাটবে টাইগারদের।


আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সফলতা ওয়ানডেতে। কিন্তু উইন্ডিজ এ ফরম্যাটে নামার আগে স্বস্তিতে নেই তামিম বাহিনী। টানা চার হার, ক্যারিবিয়ানে ক্রমাগত ব্যর্থতায় দলটাই বিপর্যস্ত। এমন সময়ে ক্রিকেটারদের উজ্জীবিত করার কাজটা সহজ নয়। ওয়ানডে অধিনায়ক তামিম বলেছেন, দেশের জন্য খেলাই যে কোনো ক্রিকেটারের জন্য বড় প্রেরণার উৎস। এখানে বাড়তি অনুপ্রেরণার দরকার হয় না।


তামিম বলেছেন, ‘হার কখনোই কাম্য নয়। আমরা সবাই চাই সিরিজটা ভালোভাবে শেষ করতে। সবাইই ভালো করতে চাই। এখানে আমার ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করার দরকার হবে না, কারণ তারা সবাই দেশের জন্য খেলছে। আমাদের সেরাটাই খেলতে হবে।’
সাকিব, মাহমুদউল্লাহ ব্যর্থ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ফরম্যাটে বাংলাদেশকে জয়ের স্বস্তি এনে দিতে। সেই ব্যর্থতার রেশ এখন ওয়ানডে সিরিজকেও আকড়ে ধরছে। এই অবস্থান ঘুরে দাঁড়ানো কঠিনই মনে করেন তামিম, ‘একটা সিরিজে যখন আপনি ম্যাচ

জিতছেন না তখন কাজটা সবসময়ই কঠিন। টেস্ট, টি-২০তে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। এমন নয় যে যারা টেস্ট বা টি-২০ তে ছিল তারা চেষ্টা করেনি, অবশ্যই চেষ্টা করেছে। আবার এটাও সত্যি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।’


তবে ওয়ানডের ধারাবাহিক সাফল্য, দলের সামর্থ্য, অতীতের জয় আশাবাদী করছে তামিমকে। তিনি বলেন, ‘এটা মনে রাখতে হবে এই সংস্করণ নিয়ে আমরা গর্বিত, এই সংস্করণে আমরা খুব ভালো দল। তবে যতই ভালো খেলি না কেন নির্দিষ্ট দিনে ঠিক কাজটা করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি ১০ জুলাই (আগামীকাল) আমরা ওয়ানডে সিরিজে ভালো শুরু করব। এই একটা সংস্করণে আমরা খুব স্বস্তিতে থাকি।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।