ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সন্ধ্যায় প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ০২:০৯

বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশের এবারের উইন্ডিজ সফর মোটেও সুখকর হয়নি এখন পর্যন্ত৷ সাদা পোষাকের পর কুড়ি ওভারের ক্রিকেটেও হোয়াইট ওয়াশ বাংলাদেশ৷ এবার নিজেদের প্রিয় সংস্করণে ১০ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামছে তামিমের নেতৃত্বে বাংলাদেশ৷

আগের দুই সিরিজের ব্যর্থতা ভুলে বাংলাদেশের মনোযোগ এখন ওয়ানডে সিরিজে। ফরম্যাটটা যখন ওয়ানডে, তখন খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশের দর্শক-সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন। এবার ভিন্ন কিছু হবে।

চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। সিরিজ জিতেছিল আফগানিস্তানের বিপক্ষেও। এই দুই সিরিজ জয় বাংলাদেশকে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে যায়।

তবে সুপার লিগের অংশ না হওয়ায় এই সিরিজে খেলছেন না বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। হজ পালন করতে যাওয়ায় মুশফিকুর রহিমও নেই এই সফরে। ২০০৬ সালের পর এই প্রথম সাকিব ও মুশফিককে ছাড়া খেলতে নামবে বাংলাদেশ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।