ইকোনমি রেটে সবার সেরা বাংলাদেশ
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ২০:৫৩

নট আউট ডেস্ক: ওডিআই ফরম্যাট মানেই বদলে যাওয়া এক বাংলাদেশ৷ যোগ হয় প্রাপ্তির সাথে প্রশান্তি৷ টেস্ট এবং টি-টোয়েন্টিতে টানা হারের পর সাকিব-মুশফিক ছাড়াও উইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় টাইগার্স সদস্যদের লড়াকু মানসিকতা জানান দেয়৷ এমন সফলতার নেপথ্যে রয়েছে ম্যাচে বল হাতে মাঝের ওভারগুলোতে বোলারদের কম রান খরচের সক্ষমতা৷
বিপক্ষ দল কম রান করলে তা স্বাভাবিকভাবেই ব্যাটারদের জন্য স্বস্তির৷ যেই স্বস্তি এনে দেওয়ার কাজ ভালোমতই করছে দেশের বোলাররা৷ খুব একটা বড় সংগ্রহ করতে পারছে না টাইগার্স বোলারদের বোলিংয়ে৷
পরিসংখ্যান বলছে ২০১৯ সাল থেকে ওয়ানডে ক্রিকেটের ১১-৪০ ওভারের মধ্যে বাংলাদেশের দলের ইকোনমি রেট মাত্র ৪.৫৭, বর্তমান টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার উপরে বাংলাদেশ৷
ইকোনমি রেটে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল৷ তারা ওভার প্রতি খরচ করেছে ৪.৬৪ রান, আফগানিস্তান (৪.৬৬), শ্রীলঙ্কা (৫.১৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৫.১৬) আছে বাংলাদেশের পরেই।
ম্যাচের এ সময় খরুচে দলগুলোর মধ্যে আছে ইংল্যান্ড (৫.১৭), দক্ষিণ আফ্রিকা (৫.১৭), অস্ট্রেলিয়া (৫.২৫), পাকিস্তান (৫.৬৮) ও ভারত (৫.৭৭)।
চলমান সুপার লিগে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়৷ এমন সাফল্যের নেপথ্যে বড় অবদান অবশ্যই বোলারদের৷ ১৮ ম্যাচে ১২ জয় এবং ৬ হারে ১২০ পয়েন্ট বাংলাদেশের৷ সমান সংখ্যক ম্যাচ খেলে ৫ পরাজয় এবং ১ ড্রতে ১২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: