দলের প্রত্যেকে জিততে চায়-তামিম
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ২০:৩৫

নট আউট ডেস্কঃ উইন্ডিজে টানা ব্যর্থতা থেকে বের হয়ে বাংলাদেশ জিতে নিয়েছে ওডিআই সিরিজ। দুই সিরিজ হোয়াইট ওয়াশের পর স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। গায়ানায় দ্বিতীয় ম্যাচে নয় উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ শেষে তামিম জানান দলের প্রত্যেকেই জিততে চায়।
তামিম বলেন, ওডিআই সিরিজ শুরুর আগেই বলেছিলাম এই একটি মাত্র ফরম্যাট যেটি নিয়ে আমরা গর্ব করতে পারি। টেস্ট এবং টি-টোয়েন্টি হারলেও ওডিআইয়ে আলাদা আত্মবিশ্বাস কাজ করেছে সকলের মাঝে। দলের প্রত্যেকেই জিততে চায়।
গায়ানায় সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ে শুধু সিরিজ জয় হয়নি সাথে রেকর্ডবুকে নাম তুলেছে টিম টাইগার্স। জিম্বাবুয়ের পর উইন্ডিজের বিপক্ষে টানা জয় ম্যাচ জিতলো দলটি। এছাড়াও এই দলের বিপক্ষে টানা চার সিরিজ জিতলো বাংলাদেশ।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: