এফডিসিতে ‘নিউ লুকে’ সাকিব
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২ ০৫:৪৩
-2022-07-24-19-42-53.jpg)
নট আউট ডেস্কঃ কারও মতে সাকিব যেন বাংলাদেশের ট্রাক ড্রাইভার। কারও কাছে আবার ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক আল্লু অর্জুন। কারও প্রশ্ন ক্রিকেট ছেড়ে সাকিব কি সিনেমায় নাম লেখাচ্ছেন। ভক্তদের মাঝে এমন কৌতুহলের কারন সাকিবের ফেসবুক পোস্ট। যেখানে বিশ্বসেরা অলরাউন্ডার নিজেকে উপস্থাপন করেছে ভিন্ন রূপে। মাথায় ছাই রঙের কোকড়ানো চুল, ঠোঁটের ওপর গোফ, মুখে ক্রুর হাসি। গলায় ঝুলানো আবার একটি রুপার চেইন।
মাঠের খেলা না থাকলে সাকিব বিজ্ঞাপনে মডেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন এটি সকলের জানা। দিন কয়েক আগেও বাদশাহরূপে নিজেকে প্রকাশ করে সকলের আগ্রহ নিজের দিকেই টেনে নিয়েছিলেন তিনি।
২৪ জুলাই (রবিবার) সাকিব এই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। সেখানে তিনি লোকেশন (অবস্থান) দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এই বার্তা দ্বারা দিবালোকের মত স্পষ্ট সাকিব কোন চলচিত্রে নাম লেখাননি। তিনি শুটিংয়ের কাজ করেছেন।
সাকিবের এই লুকের ছবি ইতমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরাও প্রচার করছেন নিজের মত করেই। নতুন লুকের ভিডিও সম্প্রচার হলেই হয়তো আগ্রহ মিটবে সকলের। অপেক্ষাও করতে ততদিন ধৈর্য্য ধরে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: