সমালোচনা সামলানোর মানসিক দৃঢ়তা লাগবেঃ মিঠুন
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ০৩:০৪

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে বেশি ট্রল হয় তাদের মধ্যে একজন মোহাম্মদ মিঠুন। সময়ে,অসময়ে কিংবা প্রয়োজনে-অপ্রয়োজনে পরিলক্ষিত হয় এটি। বাংলাদেশ ক্রিকেটে প্রবহমান সমালোচনা সামলানোর মানসিক দৃঢ়তা থাকতে হবে বলে মন্তব্য করেছেন আসন্ন উইন্ডিজ সফরের ‘এ’ দলের এই অধিনায়ক।
মিঠুন বলেন,‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর সামর্থ্য না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মত মানসিক দৃঢ়তা থাকতে হবে। এ জন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি সেটিতেই আমার পূর্ণ মনোযোগ। আর কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।’
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মিঠুন তিন ফরম্যাটে এখন পর্যন্ত খেলেছেন ৬১ ম্যাচ। যেখানে করেছেন ১১৭৪ রান। শতকহীন মিঠুনের ক্যারিয়ারে রয়েছে ৮টি অর্ধশতক।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: