টি-টোয়েন্টি সর্বোচ্চ রান সংগ্রাহক
গাপটিলের দখলে রোহিতের সিংহাসন
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ০৬:১০

নট আউট ডেস্কঃ বর্তমান সময়ে টি-টুয়েন্টি ক্রিকেট নিয়ে আলোচনার শেষ নেই। আলোচনা বৃদ্ধির মূল কারণ অবশ্য জনপ্রিয়তা বৃদ্ধিই। এই ফরম্যাটে রোহিতকে পেছনে ফেলে সবার উপরে বর্তমানে নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপটিল।
এই আকর্ষণীয় ফরম্যাটে বর্তমানে গাপটিলের রান ৩৩৯৯। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় অধিনায়ক রোহিতের সংগ্রহ ৩৩৭৯ রান। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ৪০ রানের ইনিংসে রোহিতকে ছাড়িয়ে যান কিউই তারকা। যদিও শুক্রবার থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। পাঁচ ম্যাচের সিরিজে ফের এক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে রোহিতের সামনে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলী। তাঁর রান ৩৩০৮। গত বছর প্রথম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে ৩০০০ রানে পৌঁছেছিলেন কোহলী। কিন্তু গত এক বছরে অনেক কম ম্যাচ খেলেছেন তিনি। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে কোহলী। তাই রানের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছেন তিনি।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: