জিম্বাবুয়ে সফর
সুযোগে শতভাগ দিতে চান আফিফ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ১৯:৫৬

নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের রঙিন পোষাকে নিয়মিত মুখদের একজন আফিফ হোসেন ধ্রুব৷ বামহাতি এই ব্যাটার নিজের কাজ সাবলীলভাবে করার কারনে প্রশংসা কুড়িয়েছে বারংবার৷ ক্যারিয়ারে যখনই সুযোগ আসবে তখনই শতভাগ দিতে চান বলে মন্তব্য করেছেন তিনি৷
আফিফ বলেন, 'আমি খুব বড় করে কিছু ভাবি না৷ আমি শুধু বর্তমানে ভালো করার চেষ্টা করি এবং নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি প্রত্যেক ম্যাচে।'
জিম্বাবুয়ে সিরিজে দলে নেই সাকিব, রিয়াদ, মুশফিক৷ দীর্ঘসময় পর নতুন একটা দলকে মাঠে দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ৷ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিততে চান আফিফ৷
নিজেদের পরিকল্পনা নিয়ে আফিফ বলেন, 'পরিকল্পনা, অবশ্যই আমরা জেতার চেষ্টা করবো এখনে সবগুলো ম্যাচে। কন্ডিশন তো ওভাবে দেখা হয়নি। প্র্যাক্টিস সেশনে যে উইকেটগুলো পাবো এগুলোর সঙ্গে মানিয়ে নেয়ার একটি ব্যাপার আছে। এটার পরেই বলতে পারবো।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল ২-১ ব্যবধানে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: