ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শিখতে নয়, সিরিজ জিততে এসেছি: সোহান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ২১:৪৫

নুরুল হাসান সোহান। ফাইল ছবি নুরুল হাসান সোহান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিম বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের এবারের দলে নেই সিনিয়র ক্রিকেটারদের কেউই৷ ২০২১ সালে সবশেষ সিনিয়র কোন ক্রিকেটারকে ছাড়াই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তারুণ্যনির্ভর এই দলের নেতৃত্ব দিবেন তাই নুরুল হাসান সোহান।

সিনিয়র ক্রিকেটারদের ছাড়া জিম্বাবুয়ে সফরটা বাংলাদেশের জন্য যেমন হতে যাচ্ছে চ্যালেঞ্জিং, তেমনি অধিনায়ক সোহানের জন্য বড় চ্যালেঞ্জের। অবশ্য দলে সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি না থাকলেও, এই দলে যে অভিজ্ঞ ক্রিকেটার নেই তা মানছেন না সোহান। বরং এই দলটা নিয়েই সিরিজ জেতার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল (শুক্রবার) সোহান বলেন, ‘আপনি বলতে পারবেন না আমরা অনভিজ্ঞ। কারণ বেশিরভাগ ক্রিকেটারই ছয় থেকে সাত বছর ধরে খেলছেন। তাই আমি মনে করি আমরা যথেষ্ট অভিজ্ঞ।’

দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও, সিনিয়র ক্রিকেটারদের ছাড়া জয় পাওয়ার কাজটা যে সহজ হবে না সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন সোহান।

তিনি আরও বলেন, ‘আমরা ভালো করেই জানি, আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমরা এর  অপেক্ষায় আছি। এটি একটি তরুণ দল, কিন্তু আমরা এখানে শিখতে আসিনি, আমরা জিততে চাই। পরিস্থিতি ভিন্ন কিন্তু আমরা কোনো অজুহাত দাঁড় করাতে চাই না।’

উল্লেখ্য, আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। ওয়ানডে সিরিজের লড়াই শুরু আগামী ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।