শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন লিটন, শরিফুল
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ০০:৫০

নট আউট ডেস্কঃ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার লিটন কুমার দাস ও শরিফুল ইসলাম। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে আগামীকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও এই পুরস্কার পাবেন, শ্যুটার আব্দুল্লাহেল বাকী ও ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা,আর্চার দিয়া সিদ্দিকী।
মোট সাতটি ক্যাটাগরিতে ৯ জন ক্রীড়া ব্যক্তিগত্ব ও দুটি প্রতিষ্ঠানকে এবার এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের দুই বড় আস্থা লিটন ও শরিফুল। ২০১৫ সালে তিন ফরম্যাটে জাতীয় দলে অভিষেক হয় লিটনের। অপরদিকে বাংলাদেশ যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য শরিফুল ইসলামের জাতীয় দলে যাত্রা শুরু হয় ২০২১ সালে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: