বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি, জবাব চাইবে বিসিবি
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ০৬:৩৫

নট আউট ডেস্কঃ সম্প্রতি ‘বেটউইনার নিউজ ডটকমের’ সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব চুক্তিবদ্ধ হওয়ার পরপরই, উঠতে শুরু করেছে নানা প্রশ্ন৷ কারণ, স্পোর্টস সংক্রান্ত বেটউইনার নিউজ হচ্ছে বেটউইনার ডটকমেরই আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান। আর বেটউইনার হচ্ছে অনলাইনে জুয়া খেলার মাধ্যম৷
স্পোর্টস কিংবা নন স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটাররা চুক্তিবদ্ধ হতে পারলেও, সরাসরি অনলাইন জুয়ার প্রচার প্রচারণার সঙ্গে জড়িত থাকতে পারবেন না ক্রিকেটাররা। এমনটাই রয়েছে বিসিবির নীতিতে। এছাড়া বাংলাদেশে জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ হিসেবেই গণ্য হয়।
এবার বেটউইনার নিউজ প্রতিষ্ঠাবের সঙ্গে সাকিবের চুক্তির পুরো বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (৪আগস্ট) বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। সাকিবকে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলেছিলেন তিনি।
এই প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, 'এ ব্যাপারে (জুয়ার কার্যক্রমে অংশগ্রহণ) আমাদের অনুমতি নেয়ার প্রশ্নই উঠে না। কারণ আমরা তো অনুমতি দেবই না। তার মানে আমাদের কাছে সে (সাকিব) অনুমতি চায়নি। এরপর জানতে হবে আসলেই চুক্তিটা হয়েছে কিনা। আজকের মিটিংয়ে এটা উঠেছে, এটা কোনোভাবেই সম্ভব না। আমি বলেছি এমন চুক্তি হয়েছে কিনা তা সাকিবের কাছে জানতে চাওয়া হবে।’
বেটিং সাইটের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়টি দুই একদিনের মধ্যে, সুরাহা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। প্রয়োজনে সাকিবকে অবগত করতে চিঠি পাঠানোও হতে পারে।
বিসিবি সভাপতি আরও বলেন, ‘নোটিশ দেয়া হবে জানতে চেয়ে। এটা তো বোর্ড অ্যালাও করবে না। বেটিংয়ের সঙ্গে কোনরকম লিঙ্কেজ থাকলে বোর্ড সেটা মেনে নেবে না। আবার এটা বেটিং সংক্রান্ত নাও হতে পারে। তখন তো আমি কোন সিদ্ধান্ত নিতে পারি না।’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন সাকিব৷ একটি পোস্টে তিনি জানান, ‘বেটউইনার নিউজের সঙ্গে আমার অফিসিয়াল চুক্তির বিষয় আমি গর্ব সহকারে জানাতে চাই। বেটউইনার নিউজ খেলার তথ্যের অন্যতম একটি মাধ্যম।’
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: