মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ‘৫৭’ রান, লিটনের ‘৫৩’
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ২০:৩১

নট আউট ডেস্কঃ ড্যাশিং ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ দল রীতিমতো উড়ছে। দলকে একের পর এক সাফল্য এনে দেওয়ার পাশাপাশি, ব্যাট হাতেও সাম্প্রতিক ফর্মটা মন্দ না খান সাহেবের। সদ্য সমাপ্ত উইন্ডিজ সফরেও হয়েছিলেন সিরিজ সেরা খেলোয়াড়।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে সফর শুরু করা বাংলাদেশ, এবার লড়বে ওয়ানডে সিরিজে। আজ (শুক্রবার) থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা। এদিকে মাঠে নামার আগে দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে টাইগার কাপ্তান।
ওয়ানডেতে ৮ হাজারি রানের ক্লাবে প্রবেশ করতে তামিমের প্রয়োজন মাত্র ৫৭ রান। এর আগে এমন কীর্তি গড়তে পারেনি আর কোন বাংলাদেশী ব্যাটারই। তাই তামিমের সামনেই বড় সুযোগ সবার আগেই দারুণ এই মাইলফলক ছোঁয়ার। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২২৮ ওয়ানডে খেলা তামিমের রান সংখ্যা এখন ৭৯৪৩।
এই তালিকার পরের দুই নাম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা ব্যাটার মুশফিকুর রহিমের৷ এখন পর্যন্ত ২২১ ওয়ানডে খেলা সাকিবের উইলো থেকে এসেছে ৬৭৫৫ রান। অন্যদিকে তিনে থাকা মুশফিক করেছেন ২৩৩ ওয়ানডেতে ৬৬৯৭ রান।
এদিকে দারুণ এক মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আরেক ওপেনার লিটন কুমার দাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রান করতে এই ওপেনারের প্রয়োজন আর মাত্র ৫৩ রান। তাতেই সপ্তম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রানের গণ্ডি টপকাবেন তিনি। বাংলাদেশের হয়ে ১৬৯ ইনিংসে লিটনের রান এখন ৪৯৪৭।
এই তালিকায় সবার উপরেই আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এখন পর্যন্ত ৪৩২ ইনিংস খেলে তামিম রান করেছেন ১৪৭২৬ রান। তালিকার দুইয়ে রয়েছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ৪৬০ ইনিংসে তিনি করেছেন ১৩৪২৭ রান৷ এই তালিকার তিনে অবস্থান সাকিবের। ৪২৩ ইনিংসে তাঁর রান সংখ্যা ১৩০১৬। এছাড়া এই তালিকায় আরো আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশারের নাম।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: