এশিয়া কাপে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা!

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২ ১৭:৫৪

নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে সময়ের সেরা ধারাবাহিক ক্রিকেটার লিটন কুমার দাস মিস করতে পারেন এশিয়া কাপের এবারের আসর৷ মূলত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও জানিয়েছেন সুস্থ হতে ৩-৪ সপ্তাহ প্রয়োজন৷
চলতি মাসের ২৭ তারিখে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ তারিখ৷ আগামী ৮ তারিখের মধ্যে দিতে হবে চূড়ান্ত দল৷ এমন অবস্থায় লিটনের খেলতে না পারার সম্ভাবনাই বেশি৷
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে দেখা যাবে না লিটনকে৷ এর আগে এই সফরের টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে ছিটকে গেছেন আরেক উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান৷
(৫ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শতক থেকে ১৯ রান দূরে থাকা লিটন ৮৯ বল থেকে ৯ চার এবং ১ ছয়ে ৮১ রান করে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেন।
বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে জাতীয় দলের৷ পারফর্মেন্সের বিচারে প্রিয় ফরম্যাটে তিন শতাধিক রান করেও জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে পাঁচ উইকেটে৷ এমন সময়ে লিটনের না থাকা দলের জন্য বড় ধাক্কাও বটে৷ তবে এই সুযোগ কাজে লাগাতে পারে অন্য কেউ৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: