সত্যি হলো তামিমের ভয়!
প্রকাশিত: ৬ আগস্ট ২০২২ ২১:১৪

নট আউট ডেস্ক: উইন্ডিজ সিরিজে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ভাষ্য ছিল এমন, 'ক্যাচ মিসের খেসারত দিতে হবে'৷ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হার পাঁচ উইকেটে৷ তিন শতাধিক রান করার পরেও এমন হারের পেছনে ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিংয়ের বড় ভূমিকায় রয়েছে তা বলার অপেক্ষা রাখে না৷
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন,‘প্রতিদিন আমি ক্যাচিংয়ের কথা বলি। কোনো না কোনো দিন তো এটা আমাদের হারের কারণ হতো। এটাই হয়তো সেই দিন ছিল। কারণ, টি-টোয়েন্টিতে আমরা অনেকবার ক্যাচ ফেলেছি। কিন্তু ম্যাচ জিতে গিয়েছি। কিন্তু যখন এমন ভালো উইকেটে আপনি ৪টা ক্যাচ ফেলবেন, তাহলে আপনি বেশি ম্যাচ জিতবেন না। এখন মনে হচ্ছে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে পরের ম্যাচের আগে।’
বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাটিং করে সংগ্রহ করা তিন শতাধিক রান অনেক মনে হলেও স্বাগতিকদের ব্যাটিং দেখে মনে হয়েছে কিছু রান কম করেছে টাইগার ব্যাটাররা৷ ম্যাচ হারের পর তামিমও জানিয়েছেন উপলব্ধির কথা৷
তামিম বলেছেন,‘আমাদের আরও ১৫-২০ রান বেশি করা উচিত ছিল। আমরা ১ উইকেটে ২৫০ রানের মতো অবস্থায় ছিলাম। এ অবস্থায় থাকলে একটু দ্রুত রান তোলা দরকার ছিল, যেন আমরা ওই অতিরিক্ত ১৫-২০ রান করতে পারি।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: