শীঘ্রই ফিরে আসার প্রত্যয় লিটনের
প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ০৩:৩৫

নট আউট ডেস্কঃ ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটিয়ে লিটন যখন দূরন্ত ধারবাহিক তখনই ইনজুরিতে ছিটকে গেলেন জিম্বাবুয়ে সিরিজ থেকে। এই ইনজুরি শঙ্কা জাগিয়েছে এশিয়া কাপে খেলা নিয়েও। তবে দ্রুত মাঠে ফিরে আসার প্রত্যয় জানিয়েছেন লিটন কুমার দাস।
নিজের ফেসবুক পেজে স্ত্রী সঞ্চিতার সঙ্গে ছবি পোস্ট করে লিটন লিখেছেন, 'আমি শীঘ্রই ফিরে আসব।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যক্তিগত ৮১ রানে হ্যামস্ট্রিংয়ের চোটে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন। ইনজুরির এই ধরনে কখনো কখনো ছয় সপ্তাহ পর্যন্ত একজন খেলোয়াড়কে বিশ্রাম নিতে হয়। লিটনকে তিন থেকে চার সপ্তাহ বিশ্রাম নিতে হতে পারে বলে জানিয়েছেন দলের ফিজিও।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচ হাজার রান পূরন হয়েছে লিটনের। এমন দিনে এরকম দুঃসংবাদ আসবে তা ছিল সকলের কল্পনার বাইরে। তবে এখানে লিটন কিংবা কারও কিছু করার নেই। দলের প্রয়োজনে লিটন দ্রুত ফিরুক বাইশ গজে এমন প্রত্যয় ভক্তদের।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: