সিরিজের মাঝপথে যাচ্ছি, একটু অবাক করার মতো: এবাদত
প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ০৯:৫৬

স্পেশাল করেসপন্ডেন্টঃ কয়েক সিরিজ ধরেই টেস্টের পাশাপাশি বাংলাদেশের ওয়ানডে দলে আছেন এবাদত হোসেন। ডানহাতি এ পেসার দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন। যদিও জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলে রাখা হয়নি তাকে। কিন্তু ভাগ্যে থাকলে ঠেকায় কে। যেমনটা হুট করে আসা সুযোগেই শনিবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন এবাদত। তার সঙ্গে ওয়ানডে দলে ডাক পাওয়া নাঈম শেখও জিম্বাবুয়ে গেলেন।
সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে গেছে বাংলাদেশ দল। ১-০ তে পিছিয়ে পড়া দলটা আবার চোটে জর্জরিত। নুরুল হাসান সোহান আগেই ফিরেছেন। নতুন করে লিটন দাস ছিটকে গেছেন দল থেকে। মুশফিক, পেস বোলার শরীফুল, মুস্তাফিজও ইনজুরিতে। অবশ্য শনিবার বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা জানিয়েছেন, মুশফিক, শরীফুল দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবেন। তবে মুস্তাফিজকে বিশ্রাম দেয়া হবে।
ইনজুরিতে তৈরি হওয়া সংকটের কারণেই সিরিজের মাঝপথে যেতে হচ্ছে এবাদত, নাঈম শেখকে। তাও মাত্র কয়েকদিনের মধ্যে। কারণ ১০ আগস্ট শেষ হবে জিম্বাবুয়ে সফর।
এমনভাবে সুযোগ পেয়ে এবাদতও অবাক। তরুণ এ ফাস্ট বোলার অবশ্য খুলনায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে সাদা বলেই অনুশীলন করছিলেন। দেশ ত্যাগের আগে সাংবাদিকদের এবাদত বলেছেন, ‘আমি বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মত।’
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’
দ্বিতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দিবেন এবাদত-নাঈম। শেষ দুই ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের হবে বলে বিশ্বাস এবাদতের, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। ২-১টা ম্যাচ খারাপ হলে আমরা দল হিসেবে কি খারাপ? আমরা দল হিসেবে ভালো। আমরা বাকি দুই ম্যাচ জিতলে সিরিজ তো আমাদেরই।’
জিম্বাবুয়ে সফরে এবার পেসাররা সুবিধা করতে পারছেন না। এবাদত বলছেন, ক্রমাগত উন্নতির চেষ্টা করছেন তারা, ‘গত ২ বছর ধরে পেস বোলিং ইউনিট উন্নতির চেষ্টা করছে। তাসকিন, মুস্তাফিজ, শরিফুল, আমি, খালেদ- সবাই ভালো করছে। আমরা হাল ছাড়ব না। উন্নতির গ্রাফ আরও ওপরের দিকে নিয়ে যেতে চাই।’
টানা তিন ফরম্যাট খেলার কারণে ইনজুরির প্রবণতা বাড়ছে, বিশ্রাম কম পাচ্ছেন ক্রিকেটাররা। এমনই মনে হয় এবাদতের, ‘ইনজুরিতে তো কারও হাতে নেই। যাদের ইনজুরি হয়েছে তাদের দেখুন... লিটন টানা খেলছে- টেস্ট, ওয়ানডে টি-২০। শরীফুলও তিন ফরম্যাটেই খেলছে। শরীরেরও তো মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, বিশ্রামের ব্যাপার আছে। টানা তিন ফরম্যাট খেললে ইনজুরির প্রবণতা থাকে। হুট করে হয়েছে, তিন ফরম্যাটের কারণে একটু সমস্যা থাকতেই পারে। আমার কাছে মনে হয় না এটার কারণে দলের ওপর কোনো প্রভাব পড়বে।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: