হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ১৮:৪৪

নট আউট ডেস্ক: প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ ক্রিকেট দলের হার ৫ উইকেটে৷ টস ভাগ্য হয়নি সহায়৷ বাজে ফিল্ডিং ও গতিহীন রান সংগ্রহ ছিল চলমান৷ ৯ বছর পর হারতে হয়েছে সিরিজ৷ ২১ বছর আগে হোয়াইটওয়াশের গল্প ছড়িয়ে পড়েছে মুক্ত আকাশে৷
সিরিজের তৃতীয় ও হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১০ আগস্ট (বুধবার) বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল৷
জিম্বাবুয়ের ব্যাটিং স্বর্গ পিচে বাংলাদেশ ব্যাটাররা ব্যক্তিগত সংগ্রহ সমৃদ্ধ করেছে৷ তবে রানের পাশে থাকা বল সংখ্যা তাকালে শুধু সমালোচনায় হয়েছে৷ তা অবশ্য যৌক্তিক৷ আর এই যৌক্তিক করে দিয়েছে স্বাগতিক ব্যাটার সিকান্দার রাজা, ইনোসেন্ট কাইয়া, রেগিস চাকাভারা৷
দলের বিপদে, বড্ড প্রয়োজনে তারা যেভাবে খেলেছে তা প্রশংসনীয়৷ দুই ম্যাচে শতক হাকিয়ে সকলকে ভালোবাসতে বাধ্য করেছে সিকান্দার রাজা৷ কাইয়া ও চাকাভা দুজন দুই ম্যাচে দিয়েছে সঙ্গ৷ এমন কিছু করতে পারেনি বাংলাদেশ৷ প্রচেষ্টাও খুব বেশি ছিল না পরিলক্ষিত৷
হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ হলে ২০০১ সালের পর আবারও জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ৷ তবে তখনকার সময়ে তা স্বাভাবিক হলেও বর্তমানে তা বড্ড অস্বাভাবিক৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: