জিম্বাবুয়ে সিরিজ
ওয়ানডেতেই সফল বিজয়
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ০৪:০১

নট আউট ডেস্ক: ৭৩,২০,৭৬ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিজয়ের রান৷ প্রথম ম্যাচে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ের পর পরের দুই ম্যাচে ব্যাটিং করেছেন ওপেনিং৷
চার ছক্কার সাথে ডিপিএলে রানের বন্যা বইয়ে দেওয়া বিজয় দীর্ঘসময় পর ডাক পেয়েছিলেন গেল উইন্ডিজ সফরে৷ সেই সফরে টেস্ট এবং টি-টোয়েন্টিতে সুযোগ হলেও টিম কম্বিনেশনের কারনে জায়গা হয়নি ওয়ানডে একাদশে৷ দুই সংস্করণে সুযোগ পেয়ে রান করতে পারেনি চাহিদামত৷ ফলে আলোচনা-সমালোচনা হয়েছিল নানাভাবেই৷
জিম্বাবুয়ে সিরিজেও টি-টোয়েন্টিতে হাসেনি বিজয়ের ব্যাট৷ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও চেয়েছিলেন ওয়ানডে দলে বিজয়ের সুযোগ পাওয়া উচিত৷ এছাড়াও ভক্তদের চাওয়া ছিল প্রতিনিয়ত৷
ওয়ানডে প্রত্যাবর্তনের সিরিজে নিজেকে প্রমাণে শতভাগ সফল বিজয় এমনটি বললে হয়তো মোটেও ভুল হওয়ার কথা নয়৷ বাকি দুই সংস্করণে সুযোগ আসলে তা যথাযথভাবে কাজে লাগাতে পারলেই বিজয় ও দলের জন্য হবে তা স্বস্তির৷
অভিষেক ম্যাচে শতক হাকানো বিজয়ের পরিসংখ্যান বলছে টেস্ট এবং টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে ক্রিকেটেই সফল এই ব্যাটার৷ ২০১২ সালে জাতীয় দলের সাথে যাত্রা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫ টেস্টে করেছেন ১০০ রান৷ এছাড়াও ১৯ টি-টোয়েন্টিতে বিজয় করেছেন ৪৪০ রান৷ অপরদিকে ৪১ ওয়ানডেতে সংগ্রহ ১২২১ রান৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: