দল হারলেই উন্নতির কথা আসে
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ২০:২০

নট আউট ডেস্কঃ তামিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এবারের জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে। স্বাগতিকদের কাছে নয় বছর পর সিরিজ হার বাংলাদেশের। সিরিজ হারের চেয়েও যে কয়েকটি বিষয় নিয়ে অধিক আলোচনা হয়েছে তার একটি ব্যাটারদের ধীরগতির ব্যাটিং। সিরিজের তৃতীয় ম্যাচে জয় পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মনে করেন দল হারলে উন্নতির কথা আসে।
তামিম বলেন ‘যখনই দল হারে, বিশেষ করে আমরা, তখনই উন্নতির কথা তুলে আনি। এ সিরিজ জেতা উচিত ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনোভাবেই অজুহাত দিতে পারব না।
সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল প্রতিপক্ষকে বল হাতে শুরুতে চাপে রাখলেও সময়ের ব্যবধানে সেই চাপ প্রবহমান রাখতে পারেনি। দুই ম্যাচেই হারতে হয়েছে পাঁচ উইকেটে। প্রথম ম্যাচে ইনোসেন্ট কাইয়া এবং সিকান্দার রাজা ও দ্বিতীয় ম্যাচে রেগিস চাকাভা ও সিকান্দার রাজার শতকে সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকরা।
এই সিরিজে বাংলাদেশ দলের কেউই শতক করতে না পারলেও স্বাগতিক তিন ব্যাটার মিলে করেছেন চার শতক। শতকের পার্থক্য আগেই স্বীকার করেছেন তামিম। শেষ দিনে এসে আবার তাদের কৃতিত্ব দেন বাংলাদেশ অধিনায়ক।
তামিম বলেন, জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে, এ নিয়ে কোনো সংশয় নেই। তাদের কৃতিত্ব দিতে হবে।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: