লিটন-সোহানের পর ইনজুরিতে রাব্বি, তিনজনকে ছাড়াই স্কোয়াড সাজাচ্ছে বিসিবি
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৮:২৪

নট আউট ডেস্ক: জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ যে শুধু দুই ফরম্যাটে সিরিজ হেরেছে এমনটি নয়৷ সিরিজ হারের সাথে সাথে হারিয়েছে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে৷ ইনজুরির কারনে লিটন কুমার দাস ও নুরুল হাসান সোহানকে বাদ দিয়েই এশিয়া কাপের জন্য দল সাজাতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে৷
লিটন-সোহানের মত একই কারনে দলে পাওয়া যাচ্ছে না ইয়াসির আলী রাব্বিকে৷ ফলে এই তিন ক্রিকেটার ছাড়াই ঘোষণা হবে এশিয়া কাপের দল৷ সুস্থ থাকলে তিন জনের জায়গা ছিল অবধারিত৷
এশিয়া কাপের স্কোয়াড প্রসঙ্গে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, 'পরিস্থিতিটা কেমন হতে পারে সেটা নিয়েই আলোচনা হয়েছে। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে, আমাদের তামিম তো টি-টোয়েন্টি খেলছে না, লিটন দাস, সোহান (নুরুল হাসান) এবং রাব্বি (ইয়াসির আলী) তিনজনই ইনজুরিতে। এই তিনজনও নেই আমাদের স্কোয়াডে। এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য দলটা গোছানো একটা ইস্যু।'
এশিয়া কাপের দল ঘোষণার জন্য এসিসি ৮ আগস্ট সময় বেঁধে দিলেও বিসিবি আবেদন করে সময় বাড়িয়েছে৷ মূল খেলোয়াড়দের ইনজুরিতে দল গোছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বোর্ড কর্তাদের৷ আগামী শনিবারের মধ্যে ঘোষণা হবে এশিয়া কাপের ১৫তম আসরের বাংলাদেশ দল৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: