দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে: বিজয়
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ০৬:২৩

স্পেশাল করেসপন্ডেন্ট: জিম্বাবুয়ে সফরে রীতিমতো ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। টি-২০ ও ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে সমান ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। ব্যর্থ সফর শেষে শুক্রবার বিকেল ৫টার পর ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা।
নয় বছর পর ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারই মূলত হতাশায় পুড়িয়েছে বাংলাদেশকে। যদিও এই সিরিজ হারকে দুর্ভাগ্যজনক বলেই অবহিত করেছেন এনামুল হক বিজয়। শুক্রবার বিমানবন্দরে তিনি বলেছেন, দ্বিতীয় ওয়ানডেতে নার্ভাস হয়ে পড়েছিল গোটা দল।
জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ হারের প্রসঙ্গে বিজয় বলেন, ‘আসলে ওয়ানডে ক্রিকেট তো আমরা ২ বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলছি ধারাবাহিকভাবে। এটা আসলে দুর্ভাগ্য জনকভাবে হয়ে গেছে।’
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া তিনশোর বেশি রানের টার্গেট তাড়া করেছিল জিম্বাবুয়ে। যা নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ দলকে। বিজয় বলেন, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পরে অনেক বেশি আসলেই অবাক হয়েছি। আমাদের যে প্রত্যাশা ছিল জিম্বাবুয়ের মাটিতে আমরা যতটুকু পারফর্ম করবো, সে অনুযায়ী পারফর্ম করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল।’
দ্বিতীয় ম্যাচে সিকান্দার রাজা-চাকাভার জোড়া সেঞ্চুরিতে জিতেছিল জিম্বাবুয়ে। তাদের ব্যাটিংয়ে নার্ভাস হয়ে পড়েছিল বাংলাদেশ দল। শুক্রবার বিজয় বলেন, ‘দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একইভাবে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম, ওই সময়টাতে। আমার মনে হয়, এটা একটা সিরিজ যেখানে আমরা আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’
তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সান্তনার জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে তামিম বাহিনী। বিজয়ের মতে, শেষ ম্যাচেই বাংলাদেশ দল নিজেদের সহজাত ক্রিকেট খেলতে পেরেছে। ডানহাতি এ টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘আসলে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের মতো খেলে নাই। আসলে বাংলাদেশ দল বাংলাদেশের মতো খেলেছে।’
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: