দেশে ফিরলেন সাকিব
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ১৭:৪৪

নট আউট ডেস্ক: বিশ্বসেরা সাকিব আল হাসানের এক চুক্তি তোলপাড় করে দিয়েছিল দেশের ক্রিকেটপাড়াকে৷ সেই উত্তপ্ত আগুন এখন নিভে গেছে অবশ্য৷ যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান।
সাকিবের দেশে ফেরার কথা ছিল আরও দুইদিন পরে৷ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সাথে শনিবার (১৩ অগাস্ট) জরুরী বৈঠক থাকায় দেশে ফিরলেন তিনি৷ গুঞ্জন আছে এই বৈঠক শেষে ঘোষণা হতে পারে এশিয়া কাপ স্কোয়াড৷
সাকিব বাংলাদেশের মহাতারকা৷ বিজ্ঞাপন বাজারেও কদর সর্বোচ্চ৷ তবে সাকিবের এবারের চুক্তি দেশের প্রচলিত আইনের পরিপন্থী হওয়াতে কঠোর অবস্থানে ছিলেন বিসিবি কর্তারা৷ প্রথমে চুক্তি বাতিল করতে রাজি না হওয়ায় বোর্ড থেকে বলা হয়েছিল যে কোন একটিকে বেঁছে নিতে হবে বিশ্বসেরাকে৷ তবে সাকিব যৌক্তিকভাবেই দেশের ক্রিকেটকে প্রাধান্য দিয়েছেন৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: