বোলিং করতে হবে বুদ্ধি খাটিয়ে
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২ ০৬:৫৬

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশের ক্রিকেটে টেস্ট বিশেষজ্ঞ পেসার হিসেবেই পরিচিত ছিলেন এবাদত হোসেন। ২০১৯ সালে অভিষেকের পর টানা তিন বছর লাল বলেই খেলেছেন তিনি। চলতি বছর থেকে সাদা বলের ক্রিকেটেও ডাক পড়েছে তার।
কয়েকটি সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলতে পারেননি। সর্বশেষে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে অভিষেক হয়েছে এবাদতের। এবার টি-২০ দলেও ডাক পেয়েছেন ডানহাতি এ পেসার। এশিয়া কাপের দলে রাখা হয়েছে এ ২৮ বছর বয়সী পেসারকে।
ধীরে ধীরে সব ফরম্যাটে দলে সুযোগ পাওয়ায় খুশি এবাদত। সিলেটের এই তরুণ টি-২০ তেও ভালো বোলিং করতে চান। এশিয়া কাপে সুযোগ পেলে নিজেকে প্রমাণের আশা করছেন। তবে গত কয়েকবছর ঘরোয়া টি-২০ খেলে এই ফরম্যাটের জন্য আলাদা পরিকল্পনা করেছেন এবাদত।
ক্ষুদে সংস্করণে বোলিংয়ের কৌশল নিয়ে এবাদত মঙ্গলবার বলেছেন, ‘টি-২০ হল শর্টার ফরম্যাট। এখানে মানিয়ে নেওয়ার মতো ব্যাপার হলো বুদ্ধি খাটিয়ে বল করতে হবে, যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটসম্যানরা আগ্রাসী থাকবে।’
বাংলাদেশের হয়ে ১৭ টেস্টে ৩১ উইকেট, এক ওয়ানডেতে ২ উইকেট নিয়েছেন এবাদত। এবার এশিয়া কাপে টি-২০ তে অভিষেক হতে পারে তার।
সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ ক্রিকেট। মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন অনেক গরম। তবে আবহাওয়ার এই অবস্থাকে অজুহাত মানতে চান না এবাদত।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘গরম কোনো অজুহাত না, আমাদের দেশেও অনেক গরম। গরম আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। উইকেটটা ওখানে ভালো থাকবে বুদ্ধি করে বল করতে হবে।’
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: