পাওয়ার হিটিংয়ের দায়িত্বে সিডন্স
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ০৪:৫৭

স্পেশাল করেসপন্ডেন্টঃ আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং স্কিল প্রায় আবশ্যক হয়ে পড়েছে। বিশেষ করে টি-২০ ফরম্যাটে এটি খুবই গুরুত্বপূর্ণ। অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের জন্য কয়েকজন খন্ডকালীন পাওয়ার হিটিং কোচ নিয়োগ করেছিল বিসিবি।
এবার পাকাপাকিভাবেই পাওয়ার হিটিং কোচ নিয়ে দিতে চায় বিসিবি। তবে এজন্য কিছুটা কালক্ষেপন করতেই হচ্ছে সংস্থাটিকে। কারণ বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্সই এ দায়িত্ব পালন করতে চান। ব্যাটসম্যানদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা এই অস্ট্রেলিয়ানই দিতে চান। তাই এশিয়া কাপে এই স্কিলের ভার তার উপরই থাকছে। বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব তথ্য জানিয়েছেন।
ইতোমধ্যে মিরপুর স্টেডিয়ামে বিজয়-মিরাজদের নিয়ে পাওয়ার হিটিংয়ের কাজ করছেন সিডন্স। পাপন বলেন, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তো তখন জেমি (সিডন্স) বলল ওর নাকি এটাতে বিশেষত্ব আছে। আমরা দেখছি এই এশিয়া কাপটা। আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কি না। হঠাৎ করে যে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলব এটা ভাবা ঠিক হবে না।’
এ ফরম্যাটে ভালো করতে পাওয়ার হিটিংয়ের বিকল্প দেখছেন না বিসিবি সভাপতি। বিশেষ করে বড় স্কোরের মানসিকতা গড়তে হবে ব্যাটসম্যানদের। তিনি বলেছেন, ‘এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। ১৩০-১৪০ করে ম্যাচ জেতা কঠিন। ১৮০-২০০ করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। কি করা যায় এ নিয়ে সেটা নিয়েই আলোচনা করছিলাম। তখন জেমি (সিডন্স) এসে বলল যে সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয়ে) খুবই আগ্রহী।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: