ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

হেড কোচ নন, পরামর্শক হয়ে আসছেন শ্রীরাম

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৩:০৯

শ্রীধরণ শ্রীরাম৷ ছবি সংগৃহীত শ্রীধরণ শ্রীরাম৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশের টি-২০ দলের কাঠামো, খেলার ধরনে বড়সড় পরিবর্তন আনতে চায় বিসিবি। নতুন করে সাজাতে চায় বিসিবি। যার অংশ হিসেবেই ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরণ শ্রীরামকে যুক্ত করা হচ্ছে টি-২০ দলে। তবে হেড কোচ নয় শ্রীরামকে
পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

শুক্রবার নিজের বাসভবনে ভারতীয় এই কোচকে নিয়ে বিসিবির পরিকল্পনা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ২১ আগস্ট ঢাকায় আসবেন অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় কোচ শ্রীরাম।


বাংলাদেশের টি-২০ দলে এই ভারতীয় কোচের নিয়োগ সম্পর্কে পাপন বলেছেন, ‘শ্রীরামকে আমরা সংক্ষিপ্ত তালিকায় রেখেছিলাম। শ্রীরাম আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। টেকনিক্যাল কলসালটেন্ট (পরামর্শক) হিসেবে আসছে।’


মূলত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএলে কাজের অভিজ্ঞতার কারণে শ্রীরামের দিকে হাত বাড়িয়েছে বিসিবি। পাপন বলেন, ‘আইপিএলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-২০’র সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, শ্রীরাম অস্ট্রেলিয়ায় অনেকদিন কাজ করেছে। এই দুটি কারনে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’


শ্রীরাম পরামর্শক হলে এশিয়া কাপে টি-২০ দলের হেড কোচের ভূমিকায় থাকতে পারেন জেমি সিডন্স। কারণ গুঞ্জন আছে, রাসেল ডমিঙ্গোকে আর টি-২০ দলের হেড কোচ রাখা হবে না। এশিয়া কাপ, বিশ্বকাপের সময়টাতে ঢাকায় টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্পে ব্যস্ত থাকবেন ডমিঙ্গো।


আগামী ২২ আগস্ট কোচদের নিয়ে মিটিং করবেন পাপন। ওই মিটিংয়ের পরই সবকিছু খোলাসা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।