রান পেলেন সাব্বির, সমতা ফেরাল ‘এ’ দল
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৩:৫৩

নট আউট ডেস্ক: উইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দল প্রথম ওয়ানডেতে অলআউট হয়েছিল মাত্র ৮০ রানে৷ তবে দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের জয়ে সিরিজে সমতা এনেছে মোহাম্মদ মিঠুনের দল৷ সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল৷
দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাটিং করে মোহাম্মদ নাঈমের ১০৩ ও সাব্বির রহমানের ৬২ রানের ইনিংসে ২৭৭ রান করে সফরকারীরা৷ জবাবে নির্ধারিত ওভারে ২৩৩ করে স্বাগতিকরা৷ বাংলাদেশ নিজেদের ইনিংসে হারিয়েছে ৬ উইকেট অপরদিকে উইন্ডিজ ৯ উইকেট৷
প্রথম ম্যাচে ৮০ রানে অলআউট হলেও বোলাররা দেখিয়েছিল দাপট৷ দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৩ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম৷ অপরদিকে আরেক পেসার রেজাউর রহমান রাজা নিয়েছিলেন ৪৪ রানে ২ উইকেট।
জাতীয় দলের খেলোয়াড় প্রস্তুতের মঞ্চ হিসেবে বাড়ানো হচ্ছে 'এ' দলের কার্যক্রম৷ এখানে ভালো করলেই মিলবে জাতীয় দলে সুযোগ৷ ফলে প্রতিটি খেলোয়াড় নিজেকে প্রমাণ করতে শতভাগ চেষ্ঠা করছেন৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: