মাঠেই প্রমাণ দিতে চান মিরাজ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ২০:২৮

স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। দুটি দলই মনে করে অনেক পিছিয়ে বাংলাদেশ দল। টাইগারদের প্রতি তাদের মূল্যায়নটা জানা হয়ে গেছে সবার।
কদিন আগে আফগানিস্তানের ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান বলেছিলেন, শক্তিমত্তায় শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ।
আফগানিস্তানের কাছে গো-হারা হারার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ। এবং সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের বিশ্বমানের বোলার নেই।
এটুকু সত্য, টি-২০ তে টাইগারদের পারফরম্যান্স আহামরি নয়। বরং সাম্প্রতিক সময়ে নাজুকই বটে। প্রতিপক্ষের মূল্যায়ন যাই হোক, মাঠেই নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে চায় সাকিব বাহিনী।
আরও পড়ুনঃ মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান পরিসংখ্যান
শানাকার মন্তব্য নিয়ে রোববার আইসিসি একাডেমিতে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আসলে ভালো-খারাপ, এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। এটা কিন্তু এরকম না যে আমরা খারাপ বা ভালো!’
তরুণ এই অলরাউন্ডার আরও বলেন, ‘মাঠে পরিচয় হবে কারা ভালো, কারা খারাপ। কারণ, যারা ভালো খেলবে দিনশেষে তারাই ম্যাচ জিতবে। এই টিম ভালো ঐ টিম খারাপ এমন কমেন্টস আমি করতে চাই না। আমি যে জিনিসটা চিন্তা করছি বা আমি যেটা ফলো করি আমরা ভালো ক্রিকেট খেলতে চাই মাঠে। আমরা প্রমাণ দিতে চাই মাঠে।’
আগামীকাল এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব-মুশফিকরা। ম্যাচের ভবিষ্যত নিয়ে মন্তব্য না করে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ করেন মিরাজ, ‘আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে সবাই অবশ্যই জানবে যে আমরা ভালো ক্রিকেট খেলছি, আমরা ভালো টিম। তাই আগে থেকে কিছু অনুমান না করে মাঠে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: