মোসাদ্দেকের ব্যাটে বাংলাদেশের ১২৭
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০৭:৪৯

স্পেশাল করেসপন্ডেন্টঃ যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। শারজা স্টেডিয়ামে মঙ্গলবার ফজল হক ফারুকির নতুন বল ভয় ধরায়নি। তবে আফগানিস্তানের দুই পরীক্ষিত স্পিনার মুজিব উর রহমান, রশিদ খানের স্পিন বিষে নীল হলো বাংলাদেশের ব্যাটিং লাইন। তারপরও মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে এশিয়া কাপে ৭ উইকেটে ১২৭ রান তুলেছে টাইগাররা। জয়ের জন্য আফগানিস্তানের টার্গেট ১২৮ রান।
টস জিতে ব্যাটিং করা বাংলাদেশকে শুরুতেই চেপে ধরে আফগানিস্তান। পাওয়ার প্লে’র ৬ ওভারে ২৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। নাঈম শেখ, বিজয়, সাকিব মুজিবের শিকার হন। ক্যারম বলে ফুটওয়ার্ক ছাড়া শট খেলতে গিয়ে বোল্ড হন নাঈম, সাকিব। বিজয় এলবির ফাঁদে পড়েন সুইপ খেলতে গিয়ে। ১৪ বলে ৫ রান করেন বিজয়।
উইকেটের পতনের ধারা থামেনি পাওয়ার প্লে’র পরও। এবার রশিদ খানের ভেল্কিতে ফিরেন মুশফিক ও আফিফ। দুজনই এলবির ফাঁদে পড়েন। ৫৩ রানে ৫ উইকেট পতনের পর মাহমুদউল্লাহ- মোসাদ্দেক ৩৬ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ রশিদের শিকার হন দলীয় ৮৯ রানে। তিনি ২৭ বলে ২৫ রান করেন।
পরে মোসাদ্দেক, শেখ মেহেদী ৩৮ রানের জুটি গড়েন। তাতেই একশো পার হয় বাংলাদেশের স্কোর। মোসাদ্দেক ৩১ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন। শেখ মেহেদী ১২ বলে ১৪ রান করেন। সাকিব ১১, নাঈম ৬, মুশফিক ১ রান করেন।
আফগানদের পক্ষে মুজিব ৩টি, রশিদ ৩টি করে উইকেট পান।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: