সকালেই ফিরছে বাংলাদেশ দল
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ১০:১৩

বাংলাদেশ দল। ফাইল ছবি
বাংলাদেশ দল। ফাইল ছবিস্পেশাল করেসপন্ডেন্ট: এশিয়া কাপ খেলতে গত ২৩ আগস্ট দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। ১০ দিনেই সমাপ্ত হয়েছে টাইগারদের এশিয়া কাপ মিশন। গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে টাইগাররা।
ব্যর্থ মিশন শেষে শনিবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিসিবি থেকে জানা গেছে, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে ঢাকায় পৌঁছবেন ক্রিকেটাররা। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম পাবে পুরো দল। আগামী মাসে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য চলতি মাসেই ক্যাম্প শুরু হবে।
বিজ্ঞাপন

undefined
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ১২৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ লড়াই করেছিল সাকিব বাহিনী। শ্বাসরোধী লড়াইয়ের পর শেষ ওভারে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে বাংলাদেশ ১৮৩ রান তুলেছিল। তারপরও এই রানে ম্যাচ বাঁচাতে পারেনি দলটি।
ক্যাচ মিস, বাজে বোলিং, অতিরিক্ত ১৭ রান দেয়ার খেসারত দিয়েছে বাংলাদেশ। দুবাই স্টেডিয়ামে বৃহস্পতিবার ২ উইকেটে হেরেছে সাকিবের দল।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: