মুশফিকের জায়গা নিবেন সোহান
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৭:২০
_copy_640x360-2022-09-10-21-15-18.jpg)
নট আউট ডেস্কঃ দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ইনজুরির কারণে মিস করেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির রাব্বি। দলের গুরুত্বপূর্ণ এই তিন ক্রিকেটারের অনুপস্থিতি এশিয়া কাপে বেশ ভালোই ভুগতে হয়েছে বাংলাদেশ। গত দুই এশিয়া কাপের ফাইনালিস্ট বাংলাদেশ, এবার দেশে ফিরেছে খালি হাতে! গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে।
ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরে, একদিনের মাথায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলের মোস্ট সিনিয়র এই ক্রিকেটারের না থাকা, বিশ্বকাপ দল ঘোষণায় নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অভিজ্ঞ এই ক্রিকেটারের অনুপস্থিতি, দলের জন্য অপূরনীয় ক্ষতি। সেটা একবাক্যে স্বীকার করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এদিকে ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠা সোহান, অনুমেয়ভাবেই থাকছেন বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে৷ এই উইকেটরক্ষক ব্যাটারকে দিয়েই তাই টিম ম্যানেজমেন্ট পূরণ করতে চায় মুশফিকের অভাবটা।
আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ডেফিনেটলি বড় গ্যাপ তৈরি হয়েছে। মুশফিকের গ্যাপ পূরণ অতটা সহজ হবে না। কারণ বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশের দলে অনেক অবদান রেখে এসেছে। মুশফিক এই ফরম্যাট থেকে সরে গেছেন, সোহান ফিরে এসেছেন। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নিয়ে নিবে।’
ইনজুরিতে এশিয়া কাপ মিস করা দলের তারকা ব্যাটার লিটন দাস, ফিট হয়ে উঠতে নিয়মিতই ঘাম ঝরাচ্ছেন মিরপুরে। একই চিত্র ইয়াসির রাব্বি কিংবা নুরুল হাসান সোহানের ক্ষেত্রেও। চোট কাটিয়ে উঠা ক্রিকেটারদের মাঠের লড়াইয়ে নামার আগে দিতে হবে ফিটনেস টেস্ট। এরপরেই মিলবে আসন্ন নিউজিল্যান্ড ও বিশ্বকাপ সফরের টিকিট।
হাবিবুল বাশারের ভাষ্যমতে, ‘এখন পর্যন্ত আমি জানি, লিটন সুস্থ আছে। যদিও ওর একটা ফিটনেস টেস্ট বাকি আছে। কিন্তু ওকে দেখে, ওর সাথে কথা বলে মনে হয়েছে, সে সুস্থ আছে। বিশ্বকাপ ও নিউজিল্যান্ড ট্যুরের আগে ও ঠিক হয়ে যাবে। সোহানেরও অতটা কনসার্ন নেই, সেও সুস্থ আছে। যদিও সার্জারি হলে একটু পেইন থাকে, তবে সেটা কনসার্ন নয়। আমার মনে হয়, লিটন ও সোহানকে নিয়ে বড় কোনো কনসার্ন নেই।’
‘ইয়াসির রাব্বি ফিটনেস টেস্ট দিয়েছে। সেও সুস্থ আছে। আমাদের তিনজনকে নিয়ে কনসার্ন ছিল, এখনও আমরা ফাইনাল রিপোর্টটা পাইনি, যতদূর আমি দেখেছি, কথা বলেছি। তারা সুস্থ আছে।’ যোগ করে বলেন তিনি।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: