ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

দুপুরে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩০

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী মাসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। এই আসরের বাংলাদেশ দল  ঘোষণা হওয়ার কথা রয়েছে ১৪ সেপ্টেম্বর (বুধবার)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে এমন তথ্য। দুপুর আড়াইটায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন দল ঘোষণা করবেন। দল ঘোষণা শেষে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড,ভারত ও নামিবিয়া। আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আগামীকাল ১৫ সেপ্টেম্বরের মধ্যে সকলকে দল ঘোষণা করতে হবে। 

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব। তবে বাংলাদেশ এবার সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। ২৪ অক্টোবর টাইগারদের বিশ্বকাপ শুরু হবে গ্রুপ পর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা খেলবে ত্রিদেশীয় সিরিজ। যেটায় অন্য দলটি হলো পাকিস্তান।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।