ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

দুপুরে দল ঘোষণা, কেমন হচ্ছে বিশ্বকাপ দল?

স্পেশাল করেসপন্ডেন্টঃ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৪

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ মঞ্চ এখন প্রস্তুত। জল্পনা-কল্পনার অবসান হবে। বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন। মিরপুর স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করবেন। তারপর সংবাদ সম্মেলনে হাজির হবেন টি-২০ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।


কেমন হচ্ছে বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলটা? ৮-১০ জন ক্রিকেটারের জায়গা চূড়ান্ত বলাই যায়। কিছু কিছু পজিশনে আলোচনা, বিতর্ক, প্রশ্ন রয়েছে। তারপরও ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন এটা দেখতে যে, শেষ পর্যন্ত ১৫ সদস্যের দলে কারা কারা সুযোগ পাচ্ছেন।


বিশ্বকাপ দলে অনেকটাই চূড়ান্ত নামগুলো এক নজরে দেখা নেয়া যাক, অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ বিশ্বকাপ দলে আছেন। দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদও হয়তো দলে থাকবেন।


ওপেনিং থেকে পারভেজ হোসেন ইমন বাদ পড়ছেন। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। তাদের মধ্যে একজন দলে থাকতেও পারেন। আবার দুজনই স্ট্যান্ডবাই তালিকায় চলে যেতে পারেন। যদি দুজনই বাদ পড়েন তবে ওপেনার হিসেবে মিরাজ, সাব্বির বিবেচনায় এগিয়ে থাকবেন।


মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় নিয়ে গতকাল রাত অব্দি আলোচনা হয়েছে। সমাধাণ হয়েছে কতটা তা আজ দুপুরেই জানা যাবে। মাহমুদউল্লাহর কারণে টানাটানিতে পড়েছে গেছে শেখ মেহেদী, ইয়াসির আলী রাব্বির জায়গা। অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে মিরাজ তো আছেনই, মোসাদ্দেকও আছেন। আর তাই মাহমুদউল্লাহ থাকলে শেখ মেহেদীর দলে থাকা কঠিন।


সাইফউদ্দিনের ম্যাচ ফিটনেস নিয়ে সন্দিহান সবাই। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেস বোলিং অলরাউন্ডারও আবশ্যক। শ্রীরামের ক্যাম্পে ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী হতে পারেন ভালো বিকল্প। যদি সুযোগ পান এই তরুণ, তবে মৃত্যুঞ্জয় হবেন বিশ্বকাপ দলের সবচেয়ে বড় চমক।


পেস বোলিংয়ে মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে এবাদত হোসেন ও শরীফুল ইসলামের নাম আলোচনায় রয়েছে। শেষ অব্দি কার কার ভাগ্য খুলবে, কার কপাল পুড়বে, তা জানতে কয়েক ঘন্টা পর মিনহাজুল আবেদীন নান্নুর সংবাদ সম্মেলনে চোখ রাখতে হবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।