ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

শ্রীরামের ‘ইমপ্যাক্টফুল’ ইনিংসেই কাটা পড়েন রিয়াদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৯

মাহমুদউল্লাহ রিয়াদ (বাঁয়ে), শ্রীধরণ শ্রীরাম (ডানে)। ছবি: বিসিবি মাহমুদউল্লাহ রিয়াদ (বাঁয়ে), শ্রীধরণ শ্রীরাম (ডানে)। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ (বুধবার) দুপুরে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, ১৫ জনের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক ও বাংলাদেশের সফল টি-টোয়েন্টি ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। এছাড়া দলে জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে থাকা একাধিক ক্রিকেটারেরও।

দেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়াটা নির্বাচকদের জন্য খুব একটা সহজ কাজ ছিল না৷ তাই টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে খেলতে হয়েছে ‘ইমপ্যাক্টফুল’ ইনিংস'ই৷ মূলত সেই ইমপ্যাক্টফুলেই কাটা পড়তে হয়েছে রিয়াদকে। এমনকি গত দুই বছরে টাইগার ওপেনারদের মধ্যে সর্বোচ্চ গড়ের মালিক নাঈম শেখরাও স্কোয়াডে সুযোগ না পাওয়ার অন্যতম কারণ এই ‘ইমপ্যাক্ট’।

মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার কিংবা নাঈম শেখের মতো পারফর্মরা বাদ পড়ার কারণ এদিন, দল ঘোষণার পরই মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন শ্রীরাম। মূলত ইমপ্যাক্টফুল ক্রিকেটারদের স্কোয়াডে সু্যোগ করে দিতেই, দল থেকে বাদ পড়তে হয়েছে রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। 

গণমাধ্যমে এদিন শ্রীরাম বলেছেন, ‘আমি ইমপ্যাক্টে নজর রাখছি, পারফরম্যান্সে নয়। বাংলাদেশ ম্যাচ জিতবে যদি সাত-আটজন ক্রিকেটার ইমপ্যাক্ট রাখতে পারে। আমার কাছে ১৭-১৮ বলে ৩০ রান করা বেশি ইমপ্যাক্টফুল। উদাহরণ টানলে আমি বলতে পারি, শ্রীলঙ্কার বিপক্ষে মোসাদ্দেকের (সৈকত) ইনিংসটি। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার ওভারেই মাঠে নেমে আক্রমণাত্মক খেলতে শুরু করেন এই ক্রিকেটার। এটাই ইমপ্যাক্ট।’

টি-টোয়েন্টি তাই পারফর্মারের চেয়ে, শ্রীরামের কাছে ইমপ্যাক্টফুল প্লেয়াররা গুরুত্ব পাচ্ছে বেশি। বেশি ম্যাচ জিততে এই নীতিতে হাঁটতে হয়েছে বিসিবিকে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটে পারফরম্যান্স ওভাররেটেড। একটা দলে পারফরমার থাকা সত্ত্বেও সে দল ম্যাচ হারতে পারে। কিন্তু যদি আমাদের ইমপ্যাক্টফুল ক্রিকেটার থাকে তবে সুযোগ বাড়ে, বেশি ম্যাচ জেতা যায়।’

এদিকে সর্বশেষ এশিয়া কাপে শূন্য হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। তবে দলের পারফরম্যান্সে খুব একটা হতাশ হয়নি এই ভারতীয় কোচ। বরং ফলাফলের দিকে না তাকিয়ে, দলের প্রক্রিয়া ও পরিকল্পনায় খুশি তিনি। তাই গ্রুপ পর্বে বাংলাদেশ বিদায় নিলেও এটা থেকেই ইতিবাচক জিনিস খুঁজতে বলেছেন শ্রীরাম।

এশিয়া কাপে বাংলাদেশের ভরাডুবি প্রসঙ্গে শ্রীরাম বলেন, ‘সর্বশেষ এশিয়া কাপ আমাদের জন্য অনেক ইতিবাচক। আমাদের দুটি ম্যাচই জেতা প্রয়োজন ছিল তবে তার মানে এই নয় যে আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমি সবাইকে অনুরোধ করব ফলাফলের দিকে তাকিয়ে থাকবেন না। খেলায় ফলাফল সব কিন্তু আমাদের প্রক্রিয়া এবং পরিকল্পনার দিকে নজর দিতে হবে। আমাদের প্রক্রিয়া এবং পরিকল্পনা সঠিক থাকলে আমি খুশি।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।