ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

দুবাইয়ে পাঁচদিনের ক্যাম্প, দুটি প্রস্তুতি ম্যাচ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৯

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপে খেলেননি এমন ক্রিকেটারদের দেখতে চেয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। নতুন টেকনিক্যাল কনসালটেন্ট এজন্য মিরপুর স্টেডিয়ামে তিনদিনের স্কিল ক্যাম্পও আয়োজন করেছেন। কিন্তু বেরসিক বৃষ্টিতে ভেসে গেছে ক্যাম্প। 

অনুশীলন করা হয়নি। ক্রিকেটারদের পরখ করার সুযোগটাও পাননি শ্রীরাম। তখনই বিদেশে কয়েকদিনের ক্যাম্প আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। বিশ্বকাপে যাওয়ার আগে ভালো উইকেটে নিবিড় প্রস্তুতির সুযোগ চেয়েছেন এই ভারতীয় কোচ। বিসিবিও বিনা বাক্য ব্যয়ে তা মেনে নিয়েছে। এবং সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্পের আয়োজন চূড়ান্ত করেছে।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর উড়াল দিবে বাংলাদেশ দল। তার আগে দুবাইয়ে ৫ দিনের ক্যাম্প হবে। এর মাঝে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। এর বাইরে অনুশীলন তো চলবেই।

জানতে চাইলে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, আগামী ২২ তারিখ (সেপ্টেম্বর) রাতে দুবাই যাবে বাংলাদেশ দল। আরব আমিরাতের দলটার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৮ তারিখ আবার দেশে ফিরে আসবে। 

তবে দুবাইয়ের ক্যাম্পে সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ দল। কারণ নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য গতকাল ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। স্ট্যান্ডবাই হিসেবে আছেন চারজন। স্ট্যান্ডবাই তালিকার ক্রিকেটাররাও দলের সঙ্গে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় যাবেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।