ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

চাপে-আতঙ্কে ডেথ ওভারে নিয়ন্ত্রণহীন পেসাররা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৬

হাসান মাহমুদ। ফাইল ছবি হাসান মাহমুদ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশের পেসাররা বরাবরই ডেথ ওভারে নড়বড়ে। শুরুতে ভালো করলেও ইনিংসের শেষ দিকে বোলিংয়ের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন না। এশিয়া কাপেও মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেনরা বেধড়ক পিটুনির শিকার হয়েছেন।

পেসারদের জন্য ডেথ ওভার সবসময় চ্যালেঞ্জিং। বাংলাদেশের বোলাররা এই সময়ে লাগাম হারানোর কারণ চাপ-আতঙ্ক।

তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ বলেছেন, আতঙ্কিত হয়ে পড়েন বলেই পেসাররা নিজের মূল স্কিলও ভুলে যান।

শনিবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘যখন চাপের সময় আসে তখন হয়তোবা আমরা বেশি প্যানিকড (আতঙ্কিত) হয়ে যাই, অথবা আমাদের যে মেইন স্কিলটা ওটা হয়তো ভুলে যাই। ওই জিনিসটার (মূল স্কিল) অনুশীলন আমাদের নিয়মিত চালিয়ে নিতে হবে। যে কোন পরিস্থিতিতে আমাদের ওই জিনিসটা কাজে লাগাতে হবে। এটা আমাদের শিখতে হবে।’

হাসান ইয়র্কার মারতে পারেন, তার বোলিংয়ে গতিও আছে। ডানহাতি এ পেসার বলছেন, ডেথ ওভারের জন্য প্রত্যেক বোলারের আলাদা পরিকল্পনা থাকে। তবে চাপ আসলেও নিজের শক্তির জায়গায় জোর দিতে বললেন তিনি।

হাসান বলেন, ‘প্রত্যেকটা ফাস্ট বোলারের একটা ক্যাটাগরি আলাদা, ডেথ ওভারে বল করার জন্য। সবার এমন আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা পারব। ওই স্কিলের মধ্যে থাকতে হবে। ওটা কন্টিনিউ করলে ইয়র্কার মারতে পারব।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।