ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সকালে ইয়ো ইয়ো টেস্ট, বিকেলে দুবাই যাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪৩

বাংলাদেশ ক্রিকেট। ছবি: বিসিবি বাংলাদেশ ক্রিকেট। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা ত্যাগ করেছে টাইগাররা। বিকেল সাড়ে ৫টায় বিমানে চড়েন ক্রিকেটাররা।

রাতেই দুবাই পৌঁছে যাবেন তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর স্বাগতিকদের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে নুরুল হাসান সোহানের দল। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাটে চড়ার আগে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। খুব সকালে মিরপুর স্টেডিয়ামে ইয়ো ইয়ো টেস্ট দেন তারা। ক্রিকেটাররা দুই গ্রুপে ভাগ হয়ে টেস্টে অংশ নেন সবাই। ক্রিকেটারদের প্রথম গ্রুপ সকাল সাড়ে ৮টায়, পরের গ্রুপ সাড়ে ৯টা থেকে টেস্ট দিয়েছেন।

আমিরাত সফরের আগে দলীয় ক্যাম্প, অনুশীলন ছিল না মিরপুর স্টেডিয়ামে। কোচরা সবাই দেশের বাইরে। তারপরও গত কয়েকদিন ব্যক্তিগতভাবে স্থানীয় কোচদের নিয়ে অনুশীলন চালিয়ে গেছেন ক্রিকেটাররা।

ফিটনেসের কাজও নিজেরাই করেছেন। দুবাই যাওয়ার আগে সবার ফিটনেস টেস্ট নিয়েছে বিসিবি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অধিনায়ক নুরুল হাসান সোহান ১৮.৭ স্কোর করেছেন। বাকি ক্রিকেটাররাও খুব খারাপ স্কোর করেননি।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।