আফিফকে তাসকিনদের সারপ্রাইজ, ফ্লাইটে জন্মদিন পালন
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৪

স্পেশাল করেসপন্ডেন্টঃ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকেলে দুবাই গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছে গেছেন ক্রিকেটাররা।
দুবাই যাত্রার দিনটা ছিল বাংলাদেশ টি-২০ দলের নিয়মিত ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবর জন্মদিন। সতীর্থদের সঙ্গেই বৃহস্পতিবার উড়াল দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় জন্মদিনটা পরিবারের সঙ্গে কাটাতে পারেননি আফিফ।
তবে তার দিনটাকে মলিন হতে দেননি সতীর্থরা। বরং অভাবনীয় অভিজ্ঞতায় তাকে চমকে দিয়েছেন তাসকিন-এবাদতরা।
বৃহস্পতিবার দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে আফিফের ২৩তম জন্মদিন পালন করেছেন ক্রিকেটাররা। সন্ধ্যায় ফেসবুকে তাসকিন আহমেদের পোস্ট করা ৪৭ সেকেন্ডের ভিডিও তে দেখা গেছে জন্মদিন পালনের দৃশ্য। আফিফকে সারপ্রাইজ দিয়েছেন তাসকিনরা, কেক কেটেছেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
১৯৯৯ সালে খুলনায় জন্ম আফিফের। বাংলাদেশের হয়ে এখন অব্দি ১৯ ওয়ানডে ও ৪৯ টি-২০ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তাসকিনের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ফ্লাইটে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন আফিফ। পাশের সিটে থাকা লিটন দাস মুচকি মুচকি হাসছেন। এবাদত হোসেন, ইয়াসির আলী রাব্বিরা ক্যামেরা অন করে মোবাইল হাতে দাঁড়িয়ে।
তাসকিন এসে আফিফের মাথা থেকে চাদর টেনে ফেলে দেন। হঠাৎ করে ঘুম ভাঙায় ভ্যাবাচেকা খেয়ে যান এই তরুণ। পরে ক্যামেরার দিকে তাকিয়ে আফিফ বুঝে গেছেন, সতীর্থরা কেন এভাবে তাকে ডেকে তুলেছেন। এর মাঝে বিমানের কর্মকর্তারা কেক নিয়ে হাজির হয়ে যান। আফিফও ততক্ষণে মাথায় ক্যাপ দিয়ে স্থির হয়ে বসেছেন।
সবার করতালির মধ্য দিয়ে ফ্লাইটে জন্মদিনের ‘সারপ্রাইজ’ কেক কাটেন আফিফ।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: